শেষ আপডেট: 19th April 2024 00:13
দ্য ওয়াল ব্যুরো: সিলেবাসের পর এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নের ধরনও বদলে যাচ্ছে। মূলত প্রতিযোগিতা মূলক পরীক্ষার সঙ্গে পড়ুয়াদের দক্ষ করে তুলতেই প্রশ্নের ধরনে এই বদল বলে সংসদ সূত্রের খবর।
কোন ধরনের প্রশ্নের জন্য কত নম্বর বরাদ্দ থাকবে, বৃহস্পতিবার সেই তালিকা প্রকাশ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
সংসদের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, এবার উচ্চ মাধ্যমিকে মোট প্রশ্নের ৫০ শতাংশ প্রশ্ন হবে সহজ, ৩০ শতাংশ প্রশ্ন থাকবে বুদ্ধিদীপ্ত এবং বাকি ২০ শতাংশ প্রশ্ন তুলনামূলকভাবে কঠিন হবে। প্রতিযোগিতা মূলক পরীক্ষার মতো এবার উচ্চ মাধ্যমিকেও ‘মাল্টিপিল চয়েস’ এর পাশাপাশি ছক মেলানো, নকশা পূরণের মতো নতুন ধরনের প্রশ্ন থাকবে।
প্রসঙ্গত,২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই নতুন পরীক্ষা পদ্ধতি চালু হচ্ছে। এবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেমেস্টার ব্যবস্থা চালুর কথা আগেই জানিয়েছিল সংসদ। উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার হবে ওএমআর শিটে। আর সেমেস্টার সিস্টেম চালু হওয়ার কারণে আর হবে না টেস্ট পরীক্ষা।
পরিবর্তে একাদশ দ্বাদশ শ্রেণির প্রতি বিষয়ের ১০০ নম্বরের পরীক্ষা তিনটি ভাগে নেওয়া হবে। প্রথম ও দ্বিতীয় সেমিস্টার হবে ৩৫ নম্বর করে। বাকি ৩০ নম্বরের পরীক্ষা হবে প্র্যাকটিক্যাল।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যেই জানিয়েছে, সিলেবাসের ক্ষেত্রেও আমূল পরিবর্তন হতে চলেছে। তবে সব বিষয়ের সিলেবাস একই রকম হারে পালটাচ্ছে এমনটা নয়। সংসদের তরফে জানান হয়েছে, কোনও বিষয়ের সিলেবাস ৮০ শতাংশ বদলাচ্ছে, আবার কোনওটার সামান্যই বদল হচ্ছে। ৬২টির মধ্যে মোট ৪৯টি বিষয়ের সিলেবাস বদল করা হচ্ছে।
২০১২-১৩ সালে উচ্চমাধ্যমিকের সিলেবাসে শেষ পরিবর্তন করা হয়েছিল। এই দশ বছরের মধ্যে সর্বভারতীয় স্তরের পড়াশোনার ধরনে একাধিক পরিবর্তন এসেছে। তাই সেই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে বদল করা হচ্ছে সিলেবাস। সূত্রের খবর, সাম্প্রতিক কিছু বিষয়ে যা বিশ্বব্যাপী প্রাসঙ্গিক হয়ে উঠেছে, যোগ করা হয়েছে সিলেবাসে। পাশাপাশি পড়ুয়ারা যাতে সর্বভারতীয় স্তরের পরীক্ষায় ভালো ফল করতে পারে, সেটাও মাথায় রাখা হয়েছে। এবার সেই ধাঁচে প্রশ্নের ধরনও বদলে যাচ্ছে।