শেষ আপডেট: 30th September 2023 20:30
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি যাওয়ার স্পেশাল ট্রেন বাতিল হয়েছিল আগেই। এবার বিমানও বাতিল হল। দিল্লিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা সমাবেশে যেতে না পেরে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল সাংসদ ডা. কাকলি ঘোষ।
১০০ দিনের কাজ করেও টাকা না পাওয়া বঞ্চিত এ রাজ্যের মানুষকে ট্রেন ভাড়া করে তৃণমূলের দিল্লি নিয়ে যাওয়ার পরিকল্পনা বড় ধাক্কা খেয়েছে। তৃণমূলের ভাড়া করা বিশেষ ট্রেন বাতিল বলে ঘোষণা করেছে পূর্ব রেল। আজ ৩০ সেপ্টেম্বর ওই ট্রেনে রাজধানীর উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। ১০০ দিনের কাজ সহ সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত কয়েক হাজার মানুষকে ওই ট্রেনে দিল্লি পৌঁছনোর পরিকল্পনা করেছিল জোড়াফুল শিবির। কিন্তু তা হয়নি। অগত্যা বিকল্প উপায়ে রাজধানী পৌঁছনোর চেষ্টা করেছে তৃণমূল শিবির। মোট ৫০টি বাসে করে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে দলের জনপ্রতিনিধি এবং একশো দিনের ‘জব কার্ড হোল্ডার’দের দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে।
এদিকে আজই কলকাতা বিমানবন্দর থেকে এয়ারভিস্তারার বিমানে চেপে দিল্লি পৌঁছনোর কথা ছইল তৃণমূল সাংসদ ডা. কাকলি ঘোষের। তিনি জানিয়েছেন, যান্ত্রিক গোলযোগ আছে জানিয়ে যে বিমানটি বাতিল করে দেওয়া হয়েছে। বিমান বাতিলের বিষয়টা উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করছেন তিনি। তৃণমূল সাংসদ বলছেন, “আমি অবাক হয়ে যাচ্ছি এত কম দূরত্বের উড়ান হঠাৎ করে বাতিল হয় কী করে। যান্ত্রিক গোলযোগ আছে বলে গোটা যাত্রাই বন্ধ করে দেওয়া হল। দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা কর্মসূচীতে যেতে পারলাম না। ব্যাপারটা সত্যিই হতাশাজনক।”
একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ২ অক্টোবর দিল্লি ধর্নার কর্মসূচির ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজ ও আবাস যোজনায় কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে তৃণমূল সাংসদ 'দিল্লি চলো' ডাক দেন। সেদিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঘোষণা করেছিলেন এ রাজ্যের বঞ্চিত শ্রমিকদের তিনি নিজেদের খরচায় টিকিট কেটে নিয়ে যাবেন। সেই মতোই কয়েক হাজার ১০০ দিনের কাজের শ্রমিককে দিল্লি ধর্নার জন্য এই ট্রেনে করে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল জোড়াফুল শিবিরের। অগ্রিম নেওয়ার পরও যাত্রা বাতিল করে দেওয়ার ঘোষণা করে পূর্ব রেল। তাতে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক বলেছিলেন, “বাংলার মানুষকে দেখে ভয় পেয়েছে কেন্দ্র। দিল্লি যাওয়া হবেই। ভিন রাজ্যে বাংলার বঞ্চিত মানুষজনের সঙ্গে কোনওরকম অন্যায় হলে তার যোগ্য জবাব দেবে তৃণমূল।”