শেষ আপডেট: 22nd April 2024 17:16
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলার শুনানির পর সোমবার মাইলফলক রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। এক সঙ্গে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। লোকসভা নির্বাচন চলাকালীন হাইকোর্টের এহেন রায় নিয়ে এবার বেনজির সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন রায়গঞ্জের চাকুলিয়ায় সভা ছিল মমতার। সেই মঞ্চে দাঁড়িয়ে দৃশ্যত ক্ষিপ্ত মুখ্যমন্ত্রী বলেন, কী ভেবেছেন আপনারা। “আমি চাকরি দেব, আর আপনারা কলমের খোঁচায় চাকরি কেড়ে নেবেন! এটা বেআইনি নির্দেশ। আমরা সুপ্রিম কোর্টে যাব”।
এখানেই না থেমে বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “না মন্দির না মসজিদ না গুরুদ্বারা। এটা বিজেপির বিচারালয়। বিজেপি যেখানে বসে বিচার করে, রাজনৈতিক বিচার। “অন্য কেউ পিল (পড়ুন পিআইএল তথা জনস্বার্থ মামলা) করলে দেবে তাকে কিল, আর বিজেপি পিল করলে বেল, বাকিদের জেল। এটা আজ নয়, অনেক দিন ধরে চলছে”।
এই রায় বেআইনি: মমতা #mamatabanerjee #tmc #sscscam #thewallbangla #thewallnews #kolkatahighcourt pic.twitter.com/NdumE4OqWS
— The Wall (@TheWallTweets) April 22, 2024
মমতা আরও বলেন, “এটা বিচারপতিদের দোষ নয়। কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছে। বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয়, সেই ড্রাফ্টটা তারা করে দেয়”।
মঞ্চের ডান দিক থেকে বাম দিকে হন হন করে হাঁটতে হাঁটতে মমতা মাইকে যখন এ কথা বলেন, তখন তাঁর চোখ মুখ ছিল নজর করার মতই। মুখ্যমন্ত্রী বলেন, “কী করবেন সাজা দেবেন, জেলে পাঠাবেন? আমি তৈরি। কারণ মানুষের কথা বলার জন্য আমাকে যদি শাস্তিও পেতে হয় আমি তৈরি”।
আদালত রায় ঘোষণার আগে শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, সোমবার বিস্ফোরণ হবে। তাতে শাসক দল টলে যাবে। শুভেন্দু অবশ্য হাইকোর্টের রায়ের কথা পষ্টাপষ্টি বলেননি। তবে তাঁর ইঙ্গিত কোন দিকে ছিল, তা অনেকেই আন্দাজ করার চেষ্টা করেন।
শুভেন্দুদের সেই হুমকিকে এদিনের রায়ের সঙ্গে জুড়ে দেখানোর জন্য চেষ্টা করেন মমতা। মুখ্যমন্ত্রী কৌশলে বোঝাতে চান, বিজেপিই কলকাঠি নেড়েছে।
গোটা ব্যাপারটার পিছনে যে ষড়যন্ত্র রয়েছে, তা আরও স্পষ্ট করে বোঝাতে ইঙ্গিত করতে মুখ্যমন্ত্রী এও বলেন, একজনকে দেখলেন না বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল!
মমতার কথায়, “সুপ্রিম কোর্ট গোটা বিষয়টি সেট অ্যাসাইড করে বলেছিল, নতুন করে ডিভিশন বেঞ্চ তৈরি হোক। কিন্তু কাকে নিয়ে ডিভিশন বেঞ্চ গড়বে? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে”। পরে তিনি বলেন, আমি বিচারককে নিয়ে কিছু বলছি না। রায় নিয়ে বলছি। এবং রায়কে আমি চ্যালেঞ্জ করছি”।