সুযোগের সদ্ব্যবহার করে একাংশ হোটেল ব্যবসায়ী পর্যটক থুড়ি পুন্যার্থীদের কাছ থেকে লাগাম ছাড়া হোটেল ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ।
ফাইল ছবি।
শেষ আপডেট: 16 June 2025 15:03
দ্য ওয়াল ব্যুরো: জগন্নাথ মন্দিরের (Jagannath Temple in Digha) উদ্বোধনের পর থেকেই দিঘায় ভিড় বেড়েছে পর্যটকদের। আর সেই সুযোগের সদ্ব্যবহার করে একাংশ হোটেল ব্যবসায়ী পর্যটক থুড়ি পুন্যার্থীদের কাছ থেকে লাগাম ছাড়া হোটেল ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ। শুধুই হোটেলগুলিই নয়, ওল্ড দিঘা নিউ দিঘার মধ্যে চলাচল করা টোটোগুলিও রাতারাতি ২০ টাকার পরিবর্তে ১০০ টাকা করে ভাড়া নিচ্ছে বলে অভিযোগ।
অভিযোগের কথা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কানেও পৌঁছেছে। সম্প্রতি নবান্নের বৈঠক থেকে এ ব্যাপারে প্রশাসনকে সতর্কও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এরপরই শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। সম্প্রতি এ ব্যাপারে হোটেল মালিকদের সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন প্রশাসনের কর্তারা। সেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে, প্রতিটি হোটেলে ঝুলবে নির্ধারিত ভাড়ার তালিকা। তার বাইরে অতিরিক্ত কোনও ভাড়া নেওয়া যাবে না (big step against the hotel)।
পর্যটকদের অভিযোগ, এই ক'মাস আগে পর্যন্ত যে রুমগুলির ভাড়া ছিল ১২০০ টাকা সেগুলি এখন চার থেকে সাড়ে চার হাজার টাকা চাওয়া হচ্ছে। একইভাবে টোটো ভাড়া এবং রাস্তার ধারের খাবার দোকানের জিনিসপত্রের দামও অদ্ভূতভাবে বেড়ে গিয়েছে। প্রশাসনের তরফে অবশ্য জানানো হয়েছে, এখন থেকে নিয়মিত নজরদারি চলবে। অভিযোগ এলে প্রয়োজনীয় পদক্ষেপও করা হবে।
গত ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই সমুদ্র নগরী দিঘায় উপচে পড়া ভিড়। গড়ে প্রতিদিন লক্ষাধিক পুন্যার্থী এবং পর্যটক হাজির হচ্ছেন বলে স্থানীয় সূত্রের খবর। ছুটির দিনগুলি বা সপাহান্তে এই ভিড় আরও বেশি। সামনেই রথযাত্রা। বলার অপেক্ষা রাখে না, রথযাত্রার সময় দিঘার ভিড় আরও বাড়বে। তাই এখন থেকেই প্রয়োজনীয় নিরাপত্তারও ব্যবস্থা করছে জেলা পুলিশ প্রশাসন।