শেষ আপডেট: 6th February 2025 19:33
দ্য ওয়াল ব্যুরো: বিশ্ববাংলা সম্মেলনের পরে হস্তশিল্প মেলা ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মেলনস্থলের পাশেই বাংলার বিভিন্ন শিল্প কলা নিয়ে হস্তশিল্প মেলার আয়োজন করা হয়েছে। ৫০টিরও বেশি স্টল রয়েছে সেখানে। তাঁতের শাড়ি থেকে বেতের ঝুড়ি, কী নেই সেখানে!
মেলায় প্রতিটি স্টল ঘুরে দেখেন মমতা। সেখান থেকে বেতের বোনা ঝুড়ি এবং ইলেকট্রিকের একটি হ্যারিকেনও কেনেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এভাবে আরও ভাল ভাল জিনিস তৈরির জন্য হস্তশিল্পীদের উৎসাহ দিতেও দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।
সেখান থেকে মুখ্যমন্ত্রী যান বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের অ্যানেক্স বিল্ডিংয়ে। ঘুরে দেখেন থ্রি ডি হল। যেখানে কলকাতা থেকে বাংলার বিভিন্ন বিষয়, যেমন সুন্দরবনের বাঘ থেকে জঙ্গলমহলের খেজুর গুড়, দিঘা থেকে দার্জিলিং, লাইটিংয়ের মাধ্যমে বাংলার সব কিছু ঐতিহ্যই তুলে ধরা হবে। নাম রাখা হতে পারে, 'বাংলা দেখো'। এদিন থ্রি ডি হল পরিদর্শনের পর এই নামেকরণের কথা জানান মুখ্যমন্ত্রীই।
প্রতিবারের মতো এবারও ৫ ও ৬ ফেব্রুয়ারি বিশ্ব বাংলা সম্মেলনের (BGBS 2025) আয়োজন করা হয়েছিল। দু'দিনে ৪৬টি দেশের প্রায় দু'হাজার বিনিয়োগকারী উপস্থিত হয়েছিলেন। এদিন সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, এবারে বিশ্ব বাংলা সম্মেলন (BGBS 2025) থেকে প্রায় সাড়ে ৪ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে।
মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, আগামীদিনে দেশ তথা বিশ্বের অন্যতম বিনিয়োগ ক্ষেত্র হয়ে উঠবে বাংলা। গত ১৪ বছর ধরে শিল্পের অনুকুল পরিবেশ গড়ে তুলতে সক্ষম হয়েছে বাংলা। এখানে এখন আর একটিও কর্মদিবস নষ্ট হয় না। বস্তুত, এক সময় কথায় কথায় বাংলায় বনধ হত। এখন সেই কালচারের সমাপ্তি ঘটেছে।