শেষ আপডেট: 10th November 2024 00:12
দ্য ওয়াল ব্যুরো: মিডল লাইন থেকে চ্যুত হয়ে যাওয়া বগি সরিয়ে দেবার পর, ৩টে ৫০ মিনিট নাগাদ ওই মিডিল লাইন দিয়ে রাঁচি হাওড়া এক্সপ্রেস হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়। আপ এবং ডাউন লাইনে ট্রেন পরিষেবা স্বাভাবিক করতে আরও কিছুটা সময় লাগবে বলে জানা গেছে।
আপ লাইনে ট্রেন চলাচলে কিছুটা স্বাভাবিক হলেও ধীর গতিতে চলছে লোকাল সহ দূরপাল্লার ট্রেন। শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ সেকেন্দ্রবাদ শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস ২৬-এর বি চেঞ্জিং পয়েন্টে দুর্ঘটনা ঘটে।
ডাউন মেন লাইনে সিগনাল থাকা সত্বেও কীভাবে পর পর ৪ টি বগি মিডিল লাইনে উঠে যায়? ২০০ থেকে ২৫০ মিটার পর্যন্ত রেল লাইনের স্লিপারের উপর দিয়ে চাকা ঘসরাতে থাকে।
দক্ষিণ পূর্ব রেলের আধিকারিক সূত্রের খবর সেই সময় ট্রেনের গতি ছিল ঘণ্টায় ৭০ থেকে ৭৫ কিলোমিটার। পাইলটের নজরে আসতেই ব্রেক কষে গাড়ি দাঁড় করিয়ে দেন। LHB কোচ থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান যাত্রীরা।
ঘটনায় দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। জানিয়েছেন দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র। ডাউন মেন লাইনে দুর্ঘটনার ফলে লাইনের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি দ্রুত গতিতে চলছে ট্র্যাক মেরামতির কাজ।
রেল সুত্রে খবর, ট্র্যাক সরানোর পরই ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে।