শেষ আপডেট: 24th August 2024 16:02
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের পর থেকে কলকাতা পুলিশ দাবি করেছে যে সোশ্যাল মিডিয়ায় নানা ভুল খবর ছড়াচ্ছে। ইতিমধ্যে এই সংক্রান্ত ইস্যুতে জিজ্ঞাসাবাদ করার জন্য একাধিকজনকে তলবও করেছে লালবাজার। আবার বহু নির্দেশিকাও জারি করা হয়েছে। এবার ভুয়ো খবর ইস্যুতে পদক্ষেপ করল রাজ্য পুলিশও। একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে তাঁদের তরফেও।
পশ্চিমবঙ্গ পুলিশের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে তা শুধুমাত্র ভুয়ো খবর ছড়ানো বা আরজি কর ইস্যুতে নয়। বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য যাতে সাধারণ মানুষের সমস্যা আরও না বাড়ে সে জন্য নানা নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমেই বলা হয়েছে কোনও খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মামলা রুজু করতে। কারণ সেটি ঠিক না ভুল তা যাচাই করা দরকার। পুলিশ কর্মীরা কী ভাবে কাজ করবেন সেটাও স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে এই নির্দেশিকায়।
বলা হয়েছে, কোনও ঘটনাস্থলে যত দ্রুত সম্ভব পৌঁছতে হবে এবং নির্দিষ্ট স্থান পুলিশের 'ডু নট ক্রস দ্য লাইন' টেপ দিয়ে ঘিরতে হবে। স্নিফার ডগ, ফরেনসিক এক্সপার্টরাও যাতে দ্রুত সেখানে পৌঁছতে পারেন সেদিকে নজর রাখতে হবে। ঘটনাস্থলের ভিডিওগ্রাফি করতে হবে। পাশাপাশি ঘটনাস্থল থেকে পাওয়া যাবতীয় তথ্য সংরক্ষণ করতে হবে নির্দিষ্ট নিয়মেই। কোনওরকম ভুল করা চলবে না। একই সঙ্গে এও বলা হয়েছে, মহিলা এবং শিশুদের ক্ষেত্রে সহানুভূতি নিয়ে কাজ করতে হবে।
নির্দেশিকায় এও উল্লেখ করা হয়েছে, যে কোনও ঘটনাতেই পরিবারকে দিয়ে দ্রুত এফআইআর করাতে হবে। যদি পরিবারের কাউকে না পাওয়া যায় তাহলে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করবে পুলিশই। এছাড়া কোনও উচ্চপদস্থ অফিসার যিনি ঘটনা সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল, তিনি মিডিয়া ব্রিফিং করবেন। আর কেউ সংবাদমাধ্যমে কথা বলবে না।
এই মুহূর্তে সবথেকে বেশি চিন্তার বিষয় ভুয়ো খবর রটে যাওয়া। সেই প্রেক্ষিতে রাজ্য পুলিশের নির্দেশ, সত্য তথ্য দিয়ে পাল্টা পোস্ট করতে হবে পুলিশের অফিশিয়াল সাইট থেকে। পাশাপাশি ভুয়ো খবর ছড়ানো রুখতে সোশ্যাল মিডিয়ার উপর সর্বক্ষণ নজরদারি চালাতে হবে। সব জেলা আধিকারিক থেকে শুরু করে এডিজি-আইজি পদমর্যাদার পুলিশ সহ সমস্ত উচ্চপদস্থ কর্তাদের এই নির্দেশিকা পাঠানো হয়েছে।