শেষ আপডেট: 27th April 2024 16:33
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: শনিবারও দিনভর সন্দেশখালির নানাপ্রান্তে ঘুরলেন সিবিআই আধিকারিকরা। পোর্টালে জমা পড়া জমি লুঠের নানা অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখলেন তাঁরা। কথা বললেন গ্রামবাসীদের সঙ্গে। বাসিন্দারা বলছেন, পুলিশ কিছু করেনি। এখন সিবিআই আসায় নতুন করে আশায় বুক বাঁধছেন তাঁরা। শাহজাহান বাহিনী যে জমি ছিনিয়ে নিয়েছিল, তা যদি আবার ফেরত পাওয়া যায়।
শিশু সর্দার, পালান নস্কর, প্রদীপ সর্দারদের মাথা গোঁজার ঠাঁই, চাষের জমি, মাছে ভেড়ি সবই গেছে। সন্দেশখালির একদা ডন শেখ শাহজাহান ও তার অনুগামীরা গ্রাস করেছে সবকিছুই। এখন মোটের উপর নিরাশ্রয় তাঁরা। বললেন, জমি লুঠ হওয়ার পর বারবার থানায় অভিযোগ দায়ের করেছেন। কিন্তু কোনও সমাধান হয়নি। এমনকি ভূমি ও ভূমি রাজস্ব দফতরে জানিয়েও ফল মেলেনি। এবার সিবিআইয়ের পোর্টালে অভিযোগ জানিয়েছেন তাঁরা। সেই অভিযোগ খতিয়ে দেখতেই শনিবার সন্দেশখালির হাটগাছি গ্রাম পঞ্চায়েত ও সরবেড়িয়া-আগাথাটি গ্রাম পঞ্চায়েতের একাধিক জায়গায় ঘুরলেন সিবিআই আধিকারিকরা।
কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালি কাণ্ডের তদন্তভার নেয় সিবিআই। তারপরই কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাটগাছা শিমুলিয়া, ১৪ নম্বর বামনঘেরি এলাকায় বেশ কিছু জমি দখলের অভিযোগ জানিয়েছিল পালান লস্কর- প্রদীপ সর্দার- শিশু সর্দার- গুরুচরণ সর্দার-সহ একাধিক গ্রামবাসী। নিজস্ব ওয়েবসাইটে এঁদের অভিযোগ পাওয়ার পরেই সিআরপিএফকে নিয়ে এদিন ঘটনাস্থলে যায় সিবিআই। গ্রামবাসীদের নথি খতিয়ে দেখে তাঁদের বয়ান রেকর্ড করে।
অভিযোগকারী শিশু সর্দার বলেন,"আমার মায়ের ৩৩ শতক চাষের জমি ছিল। সব দখল করে নিয়েছে। আমরা আজকে পথে বসেছি। আমাদের জীবন জীবিকার রুজি রোজগার হারিয়ে গেছে। আমরা আমাদের জমি ফেরত চাই। আমরা শেখ শাহজাহান আর তার অনুগামীদের বিরুদ্ধে ভয়ে এতদিন মুখ খুলতে পারতাম না। এবার সব জানিয়েছি সিবিআইকে।" গ্রামবাসীদের বিশ্বাস, এবার হয়তো হারানো জমি ফেরত পাবেন তাঁরা।