শেষ আপডেট: 6th May 2023 07:18
দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয়ের পুরস্কার পেল পাকিস্তান (Pakistan) দল। অস্ট্রেলিয়াকে সরিয়ে দিয়ে ওয়ান ডে-তে আইসিসি র্যাঙ্কিংয়ে এক নম্বরে (1st Position in ODI Ranking) উঠে এলেন বাবর আজমরা। এক লাফে ৫ থেকে একে উঠে এল পাক দল।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে যেন সব হিসেব পাল্টে দিল। পাঁচ ম্যাচের এই সিরিজের আগে পাকিস্তান ছিল ৫ নম্বরে। প্রথম চারটি ম্যাচ জিতে এখন সেই পাক দলই র্যাঙ্কিংয়ের মগডালে রয়েছে। পাকিস্তানের এখন পয়েন্ট ১১৩.৪৮৩। আর অস্ট্রেলিয়া সেখানে ১১৩.২৮৬। ভারত রয়েছে তৃতীয় স্থানে।
দেশের মাটিতে অধিনায়ক বাবর আজম ভাল ফর্মে রয়েছেন। শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। পাক দলনায়ক এক্ষেত্রে হাশিম আনীরজের ফের সোনা জয়! দোহায় ইতিহাস লিখলেও স্বপ্নপূরণ হল না ভারতীয় তারকারমলার সর্বকালীন এক বিশ্বরেকর্ড ভেঙে দেন। বাবর ৯৯টি ম্যাচে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০০ রানের মাইলস্টোন টপকে যান। এর আগে একশোর কম ইনিংসে আর কেউ এই মাইলস্টোন ছুঁতে পারেননি। দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ৫০০০ রান করেন তিনি।
র্যাঙ্কিংয়ে এই উন্নতি নিয়ে মুখ খুললেন প্রাক্তন পাক অধিনায়ক। শুধু তাই নয়, আইসিসি ও এশিয়া ক্রিকেট কাউন্সিলকে কড়া বার্তাও দেন রশিদ লতিফ। তিনি বলেন, 'ওডিআই ক্রিকেটে নম্বর ওয়ান হওয়া এটাই সঠিক সময়। বারর, ফাখর, ইমানদের নিয়ে আইসিসি ও এসিসি কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভাববে।'
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বরে ওঠার পর অধিনায়ক বাবর আজম পুরো দল এবং সাপোর্ট স্টাফকে কৃতিত্ব দিয়েছেন। বাবর আজমের কথায়, 'দলের পরিশ্রম এবং সাপোর্ট স্টাফদের কঠোর পরিশ্রম আমাদের এই স্থানে নিয়ে যেতে সাহায্য করেছে। কঠিন সময়ে লড়াই করার জন্য সহ খেলোয়াড়দের ক্রেডিট দিতে হবে।'
নীরজের ফের সোনা জয়! দোহায় ইতিহাস লিখলেও স্বপ্নপূরণ হল না ভারতীয় তারকার