শেষ আপডেট: 5th February 2025 18:21
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ২০২৫। হাতে মাত্র চারদিন। অথচ এখনও অ্যাডমিট কার্ড পায়নি বহু পরীক্ষার্থী। ফলে তাঁদের পরীক্ষায় বসা অনিশ্চিত হয়ে পড়েছে।
পরিস্থিতির জন্য মধ্যশিক্ষা পর্ষদকেই দায়ী করেছেন শিক্ষক, শিক্ষিকা থেকে পরীক্ষার্থীরা। তাঁদের কথায়, পর্ষদের অনমনীয় মনোভাবের জন্য এই অবস্থা তৈরি হয়েছে।
এবিষযে অবিলম্বে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে পরীক্ষার্থীদের পরীক্ষায় বসা নিশ্চিত করার জন্য পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে এদিন ডেপুটেশন দিয়েছে প্রধান শিক্ষকদের সংগঠন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস( এএসএফএইচএম)। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, "পর্ষদের গাফিলতির কারণেই পরীক্ষার চারদিন বাকি থাকতেও অ্যাডমিট কার্ড না পেয়ে দুশ্চিন্তার মধ্যে কাটাতে হচ্ছে বহু পরীক্ষার্থীকে। অবিলম্বে তাদের পরীক্ষায় বসার ব্যবস্থা করতে হবে। না হলে আমরা আইনের দ্বারস্থ হব।"
এ বছর থেকেই প্রথম অনলাইন সিস্টেমে মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপ করানো হয়েছিল। শিক্ষক থেকে পড়ুয়াদের অভিযোগ, বহু স্কুলে ইন্টারনেট কানেকশন ঠিকমতো নেই। বহু জায়গায় আবার ডেটা এন্ট্রি অপারেটর নেই। এসব সত্ত্বেও বহু স্কুল নিজেদের তাগিদেই সব কাজ সঠিকভাবে করতে পারলেও অনেক স্কুলের কাছে সেটা সম্ভব হয়নি। যার ফলে একই নামে থাকা দুজন পরীক্ষার্থীর মধ্যে ছবি এবং তথ্য আলাদা হয়ে যাওয়ায় বিভ্রান্তি সৃষ্টি হয়।
প্রধান শিক্ষকদের সংগঠন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস এর রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, "মধ্যশিক্ষা পর্ষদ অনলাইনে এডিট অপশন দিলেই সমস্যাটা মিটে যেত। যেখানে মধ্যশিক্ষা পর্ষদের কোনও কাজ নেই, শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকেই সমস্ত কাজ করে দেওয়া হচ্ছে অথচ মধ্যশিক্ষা পর্ষদ সমস্ত অর্থ পরীক্ষা ফি বাবদ নিচ্ছে। কিন্তু এডিট অপশন না দেওয়ার ফলে, সংশোধনের সুযোগ না থাকার ফলে পরীক্ষার মুখে বহু পরীক্ষার্থীকে অনিশ্চয়তার মধ্যে পড়তে হল।"