শেষ আপডেট: 1st February 2025 11:34
দ্য ওয়াল ব্যুরো: খাটাল নিয়ে অভিযোগ জানানোয় শহরের এক নাগরিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠsছিল পুরসভার এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। শুক্রবার 'টক টু মেয়র' অনুষ্ঠানে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম একথা জানার পরই পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন। ২৪ ঘণ্টার মধ্যে ওই কর্মীকে শোকজ করল পুরসভা।
শনিবার অভিযুক্ত পুরকর্মী রণজিৎ চক্রবর্তী ও বোরো এক্সিকিউটিভকে ডেকে পাঠানো হল পুরসভায়। ডেকে পাঠালেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরী।
খাটাল নিয়ে গত ১০ জানুয়ারি 'টক টু মেয়রে' অভিযোগ জানিয়ে স্বাস্থ্য দফতরেরই হুমকির মুখে পড়েছেন পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রণিৎ নিয়োগী। শুক্রবার টক টু মেয়রে একথা শোনার পর স্বাস্থ্য দফতরের ওই কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন ফিরহাদ হাকিম।
মেয়র পরিষ্কার ভাষায় বলেন, "এ জিনিস বরদাস্ত করা হবে না। আইনের উপরে কেউ নয়। অভিযুক্ত স্বাস্থ্যকর্মীকে হয় সিএমওএইচ সাসপেন্ড করবেন, নয় ওর বিরুদ্ধে এফআইআর করা হবে।"
ফিরহাদ এও বলেন, "খাটাল রাখা কলকাতায় বেআইনি। আমি নগরপালকে বলেছি খাটালগুলি তুলে ফেলার ব্যবস্থা করুন। সেখানে যদি আমাদের স্টাফ গিয়ে দালালি করে। নিশ্চয় আমরা পদক্ষেপ গ্রহণ করব।"
কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের হরিদেবপুরের ঘটনা। টেলিফোনে দ্য ওয়ালকে রণিৎ নিয়োগী বলেন, "বাড়ির পাশেই খাটাল। এ নিয়ে গত ১০ জানুয়ারি টক টু মেয়রে অভিযোগ জানিয়েছিলাম। এরপর স্বাস্থ্য দফতর থেকে ফোন আসে। সাহায্য করার পরিবর্তে অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি দেন, স্বাস্থ্য দফতরের কর্মী রণজিৎ চক্রবর্তী। এদিন টক টু মেয়রে সেকথা জানানোর পর তিনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।"
অবশেষে ফিরহাদের হুঁশিয়ারির পর নড়ে বসল পুর প্রশাসন। তবে এ ব্যাপারে অভিযুক্ত পুরকর্মীর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।