শেষ আপডেট: 11th May 2020 14:16
দ্য ওয়াল ব্যুরো : শনিবার উত্তর সিকিমে চিনের সেনাদের সঙ্গে হাতাহাতি সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারতীয় সেনা। আহত হয় কয়েকজন। সোমবার খুব সতর্কভাবে সেই ঘটনার প্রতিক্রিয়া জানাল চিন। সেদেশের বিদেশ মন্ত্রক থেকে এদিন বলা হয়েছে, ‘আমাদের সেনা সীমান্তে শান্তি ও সুস্থিতি রক্ষায় দায়বদ্ধ।’ চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, “চিনের সেনা বরাবর সীমান্ত এলাকায় শান্তি ও সুস্থিতি রক্ষা করে এসেছে। সীমান্ত নিয়ে আমরা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছি।” একটি সূত্রে জানা যায়, শনিবার ভারত ও চিনের সেনাবাহিনী পরস্পরের উদ্দেশে পাথর ছোড়ে। ঝাও লিজিয়ানকে প্রশ্ন করা হয়, চিন কি সীমান্তে ক্রমশ আগ্রাসী হয়ে উঠছে? তিনি বলেন, এ ব্যাপারে জল্পনা-কল্পনা অর্থহীন। তাঁর কথায়, “চলতি বছরে ভারত ও চিনের কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্ণ হল। বর্তমানে দুই দেশ যৌথভাবে কোভিড ১৯ এর বিরুদ্ধে লড়াই করছে।” ভারতীয় সেনা শনিবারের পুরো ঘটনার ভিডিও রেকর্ডিং করে রেখেছে। সেনাবাহিনী বিবৃতিতে জানায়, “চিন আগ্রাসী মনোভাব নিয়ে চলছে। সেজন্যই দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়েছিল। পরে স্থানীয় পর্যায়ে আলোচনা করে সব মিটিয়ে নেওয়া হয়েছে।” এর আগে ২০১৭ সালের অগস্টে একই ঘটনা ঘটে। লাদাখে প্যাংগং লেকের পূর্ব পাড়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে ভারত ও চিনের সেনাবাহিনী।