শেষ আপডেট: 11th January 2025 09:49
দ্য ওয়াল ব্যুরো: দলের তরফে সাসপেন্ড করার ২৪ ঘণ্টার মধ্যে ভাঙড়ের বিতর্কিত নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করল পুলিশ। আরাবুলের পাশাপাশি তার ছেলে-সহ আরও আটজনের বিরুদ্ধেও একই অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার ভাঙড়ের ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের অপর নেতা শওকত মোল্লার গোষ্ঠীর লোকজনের সঙ্গে আরাবুল-সহ তার অনুগামীদের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ওই ঘটনাতেই আরাবুল, তার ছেলে সহ-৯ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় খুনের চেষ্টার মামলা রুজু করেছে পুলিশ।
দল সাসপেন্ড করার পরই পুলিশ যেভাবে 'সক্রিয়' হয়ে উঠেছে, তাতে আরাবুলের গ্রেফতারি নিয়েও কৌতূহল তৈরি হয়েছে বিভিন্ন মহলে। তবে এ ব্যাপারে আরাবুলের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, আরাবুল ইসলামকে নিয়ে তৃণমূলের অস্বস্তি অনেকদিনেরই। আইএসএফ কর্মীকে খুনের অভিযোগে গত বছরের ৮ ফেব্রুয়ারি ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতাকে গ্রেফতার করেছিল উত্তর কাশীপুর থানার পুলিশ।
৭ মাস পর জেল থেকে মুক্তি পান তিনি। তবে তারপর থেকেই আরেক তৃণমূল নেতা শওকত মোল্লার সঙ্গে তাঁর বারংবার সংঘাত লাগে। নতুন বছরের প্রথমদিনই আরাবুলের ওপর হামলার অভিযোগও ওঠে শওকতের বিরুদ্ধে। খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন আরাবুল।
এই পরিস্থিতির মধ্যেই দল থেকে সাসপেন্ড হয়ে গেলেন ভাঙড়ের 'তাজা নেতা'। জানা যাচ্ছে, শুক্রবার তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটির একটি বৈঠক ছিল। সেই বৈঠকে ছিলেন জয়প্রকাশ মজুমদার। ভিডিও বার্তায় তিনি জানান, দলের সর্বোচ্চ নেতৃত্ব বৈঠকে আলোচনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে।