শেষ আপডেট: 17th January 2025 18:35
দ্য ওয়াল ব্যুরো: আসফাকুল্লা নাইয়ার পর এবার আরও চিকিৎসককে শোকজ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। সাতদিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
পিজিটি হয়েও ইএনটি-র সার্জেন পরিচয় দিয়ে চেম্বার করার অভিযোগ উঠেছিল আরজি কর আন্দোলনের অন্যতম মুখ আসফাকুল্লা নাইযার বিরুদ্ধে। একইভাবে ডিগ্রি ভাড়ানোর অভিযোগ উঠেছে চিকিৎসক তাপস ফ্রান্সিসের বিরুদ্ধে।
এর আগে ভুয়ো ডিগ্রির অভিযোগে গত বৃহস্পতিবার সকালে আসফাকুল্লার কাকদ্বীপের বাড়িতে তল্লাশি চালিয়েছিল পুলিশ। যা নিয়ে বৃহস্পতিবার কড়া প্রতিক্রিয়াও জানান আসফাকুল্লা। পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "পুলিশের পোশাক পরে বাড়িতে ভয় না দেখিয়ে সাহস থাকলে আরজি করে আসুন!"
রাজ্য সরকার প্রতিহিংসা পরায়ণ আচরণ অবিলম্বে বন্ধ না করলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুঁশিয়ারি দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফ্রন্টের অন্যতম নেতা, জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোও। তিনি বলেন, "পুলিশ প্রতিহিংসা পরায়ণ আচরণ বন্ধ না করলে আমরাও ছেড়ে কথা বলব না।"
এমন আবহে ডিগ্রি ভাড়ানোর অভিযোগে আরও এক চিকিৎসককে শোকজ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। সূত্রের খবর, আরও একাধিক চিকিৎসকের বিরুদ্ধে ডিগ্রি ভাড়ানোর অভিযোগ রয়েছে। সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে।