শেষ আপডেট: 27th December 2024 14:18
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারের ৮৮ দিনের মাথায় পার্থ চট্টোপাধ্যায়-সহ অন্য অভিযুক্তর বিরুদ্ধে আদালতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
আদালত সূত্রের খবর, চার্জশিটে পার্থকেই নিয়োগ দুর্নীতির মূল মাস্টার মাইন্ড হিসেবে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চলতি বছরের ১ অক্টোবর পার্থ চট্টোপাধ্যায়কে জেল থেকেই গ্রেফতার করেছিল সিবিআই।
পার্থর সঙ্গে ওই মামলায় জেলবন্দি অয়ন শীলকেও গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন পার্থ, অয়ন-সহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে ৩০ পাতার দ্বিতীয় চার্জশিট দাখিল করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে সিবিআইয়ের মামলায় জামিন নিয়ে বিচারপতিদের মধ্যে মতান্তর হওয়ায় মামলাটি বিচারপতি তপোব্রত চক্রবর্তীর একক বেঞ্চে পাঠিয়েছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। গত ২৪ ডিসেম্বর ওই মামলাতে পার্থদের জামিন নাকচ করে দেয় আদালত।
অন্যদিকে নিয়োগ মামলায় ইডির বিশেষ আদালতে পার্থদের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়াও শুরু হয়েছে। তার মধ্যে সিবিআইয়ের দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করার ফলে পার্থদের স্নায়ুর চাপ আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে।
বস্তুত, গত মঙ্গলবার ওই মামলায় পার্থ-সহ শিক্ষা দফতরের অভিযুক্ত প্রাক্তন পাঁচ পদস্থ কর্তার জামিন খারিজ করার সময় আদালতের পর্যবেক্ষণ ছিল, 'এরাঁ প্রত্যেকেই পদে ছিলেন। পদে থেকে নিজেদের দায়িত্ব এড়াতে পারেন না।' বিচারপতি এও বলেন, "যোগ্য চাকরিপ্রার্থীদের বঞ্চিত করে অযোগ্যরা চাকরি করলে শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে।"