শেষ আপডেট: 29 August 2022 09:58
দ্য ওয়াল ব্যুরো: পাক বোলার নওয়াজের বলে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya Fan) ছয়ে শুধু ভারতীয়রা নন, আফগানরাও খুশি হয়েছেন। রবিবার এশিয়া কাপের (Asia Cup) ম্যাচে হার্দিকের ওই ছয়ের সুবাদেই দু’বল বাকি থাকতে জয় পায় ভারত। তারপরেই উচ্ছ্বাসে ভেসেছেন আফগানরাও। তাঁদের অনেকেই টিভিতেই হার্দিককে চুম্বন করেছেন।
এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে। তাতেই দেখা গিয়েছে, পাক দল হারতে উৎসব করছেন আফগানরাও। একজন টিভিতে খেলা দেখছিলেন, হার্দিকের ছয়ের পরেই টিভি সেটেই তাঁকে চুম্বন করে প্রমাণ করেছেন, তাঁরাও ভারতীয় দলের পাশে রয়েছেন। ওই ভিডিও সাত লাখ ভিউয়ার ছাড়িয়ে গিয়েছে, অনেকে ভাল সাইন দিয়েছেন, রিটুইটও হয়েছে অসংখ্যবার।
হার্দিকের ছক্কায় পাকিস্তান বধ চূড়ান্ত, ভারতের জয়ে অবদান জাদেজা, ভুবিরও
রবীন্দ্র জাদেজা ফিরতেই হার্দিক রুদ্রমূর্তি নেন। চাপের মুখে ১৭ বলে অপরাজিত ৩৩ রান করেন। জয়সূচক শটও মারেন। বল হাতেও হার্দিক নেন তিন উইকেট। তিনিই ম্যাচের সেরা হন।
তিনটে দুর্ধর্ষ বাউন্সারে যে তিনটি উইকেট পান হার্দিক, তা পাক দলকে পুরো নড়িয়ে দিয়েছে। হার্দিকের জন্যই ১২ ওভারে ৮৭ রানে দুই উইকেট থেকে ১৪.৩ ওভারে পাঁচ উইকেটে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৯৭ রান। হার্দিক চার ওভারে ২৫ রান দিয়ে তিন উইকেট নিয়ে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছেন।
এই হার্দিককে দেখে সারা ক্রিকেট দুনিয়া মুগ্ধ। তিনি নিজের ক্রিকেট স্টাইল বদলে ফেলেছেন। চোট কাটিয়ে ফিরে এসে স্বমহিমায় ভাস্বর।