শেষ আপডেট: 25th September 2023 07:14
দ্য ওয়াল ব্যুরো: টাকা নিয়ে রোগী ভর্তির অভিযোগ উঠল এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে (Admission to SSKM with money,broker circle exposed)। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতদের সোমবার আদালতে তোলা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ধৃত অভিষেক মল্লিক, দেব মল্লিক এবং অভয় বাল্মিকী তিনজনেই কলকাতার ভবানীপুরের বাসিন্দা। ধৃতদের জেরা করে চক্রের বাকিদের খোঁজ করছে পুলিশ। এই বিষয়ে বিস্তারিত তথ্য পেতে সোমবার ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানাবে পুলিশ।
রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে জনমানসে রয়েছে হাজারও অভিযোগ। রোগী ভর্তি থেকে চিকিৎসা পরিষেবা, এমনকী স্ট্রেচার - সবক্ষেত্রেই দালাল চক্রের রমরমা নিয়ে রোগী মহলের অভিযোগ রয়েছে। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হয়েছেন খোদ শাসক দলের নেতা, নেত্রীরাও। এসএসকেএম কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে অতীতে একাধিকবার প্রশ্ন তুলতে দেখা গিয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে।
সম্প্রতি রোগী ভর্তির (Patient Admission Problem) জন্য মদন মিত্র নিজেই এসএসকেএম হাসপাতালে হাজির হয়েছিলেন। ঘণ্টার পর ঘণ্টা কোনও চিকিৎসক রোগী দেখেননি বলে অভিযোগ করেন। তারপর একরাশ ক্ষোভ উগরে মদন মিত্র বলেছিলেন ‘সে নো টু পিজি’।
ওই ঘটনার অব্যহতি পরে গত মে মাসে এসএসকেএম নিয়ে প্রশ্ন তুলেছিলেন বীরভূমের (Birbhum) তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সম্প্রতি জেলা স্বাস্থ্য দফতরের পর্যালোচনা বৈঠকে সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy) অভিযোগ করেন, বারবার ফোন করেও এক রোগীর বিষয়ে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের থেকে কোনও সদুত্তর পাননি। যার জন্য নার্সিংহোমে ভর্তি করতে হয় ওই রোগীকে। মদনের সুরেই শতাব্দীও বলেছিলেনন, “আমরা জনপ্রতিনিধি হয়ে যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষ কিভাবে পরিষেবা পাবেন? এভাবে চলতে পারে না।”
এবার এসএসকেএম হাসপাতালের দালাল চক্রকে হাতেনাতে পাকড়াও করল পুলিশ। ধৃতদের জেরা করে বাকিদের খোঁজ করছে পুলিশ। পুলিশ কী পারবে এই দালাল চক্রকে পুরোপুরি নির্মুল করতে? সময়েই মিলবে সদুত্তর, মত ওয়াকিবহাল মহলের।
আরও পড়ুন: ‘মন্ত্রী হলে নির্দ্বিধায় বেতন বাড়ে’, স্থায়ী নিয়োগের দাবিতে রাজভবন অভিযানে এনএসকিউএফ শিক্ষকরা