প্রতিবছরই শ্রাবণ মাসে লাগামছাড়া ভিড় হয় তারকেশ্বর মন্দিরে। মন্দিরে ঢোকার প্রবেশ পথ অত্যন্ত সংকীর্ণ। কিন্তু আজ পর্যন্ত জল ঢালাকে কেন্দ্র করে সেখানে বড় কোনও অঘটন ঘটেনি।
গ্রাফিক্স- দ্য ওয়াল।
শেষ আপডেট: 18 June 2025 15:23
দ্য ওয়াল ব্যুুরো: আগামী ২৭ জুন রথযাত্রা। দিঘার জগন্নাথ মন্দিরে (Digha Jagannath Temple) এবারেই প্রথম রথযাত্রার উৎসব হবে। রথযাত্রার সময় দিঘায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
প্রশাসন সূত্রের খবর, ৩০ এপ্রিল উদ্বোধনের পর থেকেই গড়ে লক্ষাধিক মানুষ উপস্থিত থাকছেন দিঘায়। সেক্ষেত্রে রথের সময় এই ভিড় দ্বিগুণ বা তার বেশি হতে পারে বলে মনে অনুমান করা হচ্ছে।
বিপুল পরিমাণ এই ভিড় (crowd) সামলাতে ইতিমধ্যেই প্রশাসনিক পর্যায়ে প্রস্তুতি তুঙ্গে। সেই সূত্রেই খবর, পর্যটন শহর দিঘায় এবার জগন্নাথের রথযাত্রার বিপুল সংখ্যক জন সমাগম সামাল দিতে তারকেশ্বর মন্দিরের (Tarakeswar Temple) কৌশল কাজে লাগানো হতে পারে।
বলে রাখা ভাল, প্রতিবছরই শ্রাবণ মাসে লাগামছাড়া ভিড় হয় তারকেশ্বর মন্দিরে। মন্দিরে ঢোকার প্রবেশ পথ অত্যন্ত সংকীর্ণ। কিন্তু আজ পর্যন্ত জল ঢালাকে কেন্দ্র করে সেখানে বড় কোনও অঘটন ঘটেনি। এজন্য হুড়োহুড়ির পরিবর্তে পুন্যার্থীদের ছোট ছোট ভাগে ভাগ করে সুশৃঙ্খলভাবে মন্দিরে প্রবেশ করানো হয়। একইভাবে মন্দির থেকে বের করানোর ব্যবস্থাও থাকে। পুরো ব্যবস্থাটির তদারকি করে প্রশাসন।
প্রশাসনিক সূত্রের খবর, তারকেশ্বর মন্দিরের কায়দায় দিঘাতেও ভক্তদের ভিড় যাতে একসঙ্গে আছড়ে না পড়ে তাই দিঘার জগন্নাথ মন্দির থেকে মাসি বাড়ি পর্যন্ত নির্দিষ্ট দূরত্ব অন্তর ড্রপ গেট বসানো হবে। ফলে, একসঙ্গে ভিড় উপচে পড়ার সম্ভাবনা থাকবে না। পরিবর্তে ধাপে ধাপে রশি টানার সুযোগ পাবেন পুণ্যার্থীরা।
কিন্তু হঠাৎ তারকেশ্বর মন্দিরের কৌশল দিঘায় কাজে লাগানোর ভাবনা কেন?
প্রশাসনিক সূত্রের খবর, কাকতালীয়ভাবে বর্তমানে পূর্ব মেদিনীপুরের পুলিস সুপার সৌম্যদীপ ভট্টাচার্য অতীতে হুগলির গ্রামীণে অতিরিক্ত পুলিস সুপারের দায়িত্ব সামলেছেন। প্রশাসন সূত্রের খবর, এক্ষেত্রে পুলিশ সুপারের অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে। এর পাশাপাশি গঙ্গা সাগর মেলায় ভিড় সামলানোর দায়িত্বে যে বাহিনী থাকে, দিঘায় কাজে লাগানো হবে তাঁদের অভিজ্ঞতাও।
অর্থাৎ বিপুল জন সমাগমের জেরে কোনও অবস্থাতেই যেন পদপিষ্টের মতো কোনও দুর্ঘটনা যাতে না ঘটে তা নিয়ে সব ধরণের প্রস্তুতি সেরে রাখছে জেলা প্রশাসন। সম্প্রতি কুম্ভমেলা থেকে বেঙ্গালুরু—পদপিষ্টের ভয়াবহ ঘটনা ঘটেছে। তাই দিঘার রথযাত্রা নিয়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বদ্ধ পরিকর জেলা প্রশাসন।
পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন,"ভিড় সামলাতে প্রয়োজনীয় সব ধরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
প্রশাসন সূত্রের খবর, দিঘার রথযাত্রার ভিড় নজরদারির দায়িত্বে থাকবেন কয়েক হাজার পুলিশ কর্মী। এছাড়াও নজরদারির দায়িত্বে রাখা হবে সিভিক ভলান্টিয়ারদেরও। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় তিন হাজার। এছাড়াও দিঘার রথযাত্রার ভিড়ের তদারকিতে থকবেন রাজ্যের পাঁচ মন্ত্রী অরূপ বিশ্বাস, পুলক রায়, সুজিত বসু, স্নেহাশিস চক্রবর্তী ও চন্দ্রিমা ভট্টাচার্য। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি নিজে পুরো বিষয়টির তদারকি করবেন।