শেষ আপডেট: 18th October 2024 20:20
দ্য ওয়াল ব্যুরো: অনুব্রতহীন বীরভূমে দল পরিচালনার দায়িত্ব ছিল তাঁর হাতে। তৃণমূলের বীরভূমের সেই নেতা, জেলা সভাধিপতি কাজল শেখের জন্য এবার ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার বন্দোবস্ত করল জেলা প্রশাসন।
বিষয়টি প্রকাশ্যে আসতে জনমানসে তো বটেই দলের অন্দরেও গুঞ্জন শুরু হয়েছে। পুজোর মুখে জামিনে মুক্তি পেয়েছেন অনুব্রত মণ্ডল। জেলায় ফিরে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মুরারই থেকে রাজনৈতিক কর্মসূচিও শুরু করেছেন কেষ্ট। সেখানে কাজল শেখকে দেখা যায়নি। বরং তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গোলমালে কেষ্টর সভা কার্যত ভেস্তে যায়।
তারপরই কাজলের জন্য জেলা প্রশাসনের এই নিরাপত্তার বন্দোবস্ত দেখে অনেকেই বিষয়টিকে দুয়ে দুয়ে চার করে দেখতে চাইছেন।
যদিও এ ব্যাপারে প্রকাশ্যে বিশেষ মন্তব্য করতে চাননি কাজল শেখ। তিনি বলেন, "প্রশাসন ভাল মনে করেছে দিয়েছে। এতে আমার বা কী বলার থাকতে পারে।" অনুব্রতর মোবাইল বেজে গিয়েছে। ফলে জানা যায়নি তাঁর প্রতিক্রিয়া।
প্রসঙ্গত, অনুব্রত জেল থেকে ফেরার পর পার্টি অফিসে দুই নেতার একবার বৈঠক হলেও সেই অর্থে অন্যদের মতো কাজল শেখ তাঁর সঙ্গে দেখা করতে যায়নি। বরং, দলের অন্দরে ফের সক্রিয় হয়েছে গোষ্ঠী রাজনীতি। নমা না করে পরস্পর পরস্পরকে সম্প্রতি আক্রমণও শানিয়েছেন।
এদিকে অতীতে একাধিকবার প্রকাশ্য সভা থেকে নিজের খুনের আশঙ্কা প্রকাশ করেছেন কাজল। তাঁকে বলতে শোনা গিয়েছে, "আমার ঘরে-বাইরে সর্বত্র শত্রু। আমি জানি যে আমি যে কোনও দিন খুন হয়ে যেতে পারি। আমি যখন বাড়ি থেকে বের হই, তখন আমার মা মাথায় তিনটে চুমু দেয় এবং ঠাকুরের কাছে প্রার্থনা করে যাতে আমি সুস্থ অবস্থায় বাড়ি ফিরতে পারি।"
স্বভাবতই, কেষ্ট মণ্ডলের প্রত্যাবর্তনের পর জেলা প্রশাসনের তরফে কাজল শেখের জন্য ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার বন্দোবস্ত করা নিয়ে জনমানসের পাশাপাশি দলের নীচুতলার কর্মীদের মধ্যেও চর্চা শুরু হয়েছে।
প্রসঙ্গত ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার অর্থ, সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে চারজন সশস্ত্র নিরাপত্তা রক্ষী থাকবেন।