শেষ আপডেট: 30th July 2024 20:43
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোট পরবর্তী বৈঠকে যোগ দিতে দিল্লিতে গিয়ে অধীর চৌধুরী আবিষ্কার করলেন তিনি নাকি প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি! অধীর নিজেই সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন। তাঁকে না জানিয়ে পদ থেকে এভাবে সরিয়ে দেওয়া নিয়ে ঘনিষ্ঠ মহলে ক্ষোভও প্রকাশ করেছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ।
অধীরের কথায়, "বাংলায় তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা আমাকেই করতে হয়। মল্লিকার্জুন খাড়গে সভাপতির হওয়ার সময়ই পদ থেকে অব্যাহতি চেয়েছিলাম। কিন্তু আমাকে না জানিয়ে এভাবে সরিয়ে দেওয়ার বিষয়টি ঠিক হয়নি।"
সংবাদ মাধ্যমকে অধীর জানিয়েছেন, সোমবার দিল্লিতে আলোচনা শুরু হওয়ার আগে এআইসিসি পর্যবেক্ষক গোলাম মীর তাঁকে 'ফর্মার কংগ্রেস প্রেসিডেন্ট' হিসেবে সম্বোধন করেন।
সূত্রের খবর, সোমবার প্রদেশ নেতৃত্বর রদবদল নিয়েইবৈঠক ডেকেছিল শীর্ষ নেতৃত্ব। ফলে রদবদলের সম্ভাবনা ছিলই। কিন্তু সেই বৈঠকের আগেই এআইসিসির পর্যবেক্ষক অধীরকে প্রাক্তন হিসেবে সম্বোধন করার বিষয়টিকে ভাল ভাবে নেননি বহরমপুরের প্রাক্তন সাংসদ।
তবে দলগতভাবে এখনও এ ব্যাপারে কিছু ঘোষণা হয়নি। সূত্রের খবর, সোমবারের বৈঠকে কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন কে সি বেনুগোপাল প্রদেশ নেতৃত্বের মতামত জানতে প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেন। বৈঠকে অনেকেই রদবদলের পক্ষে মত দেন বলে সূত্রের খবর।