Date : 19th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
নিখরচায় সাংবাদিকতার ইন্টার্নশিপ উইমেন্স কলেজ, ক্যালকাটায়চ্যাট জিপিটি ব্যবহারে উপকৃত নারায়ণ মূর্তি! ৩০ ঘণ্টার কাজ হচ্ছে মাত্র ৫ ঘণ্টায়Viral Video: ফ্লাইটে চাদর পেতে চলল তাস খেলা! ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটপাড়াবেঙ্গালুরুতে আবাসনের নিকাশি থেকে বেরিয়ে এল মাথার খুলি-হাড়গোড়! চক্ষু চড়কগাছ কর্মীদেরUPSC NDA & CDS II 2025: বাড়ল সময়সীমা, হাতে মাত্র ২ দিন, জেনে নিন কীভাবে আবেদন করবেনরিজার্ভ ব্যাঙ্কের মাধ্যমে চার হাজার কোটি টাকার ঋণ নিল নবান্ন ওবিসি-বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট, কী বললেন মমতা? তারকেশ্বর মন্দিরের কৌশলেই দিঘায় রথের ভিড় সামলানোর ভাবনা প্রশাসনের, কী সেই কৌশল?নির্বাচন কমিশন কি বিজেপির হয়ে কাজ করছে? কালীগঞ্জের উপ নির্বাচন নিয়ে বড় প্রশ্ন চন্দ্রিমারএখনও পর্যন্ত ভর্তি পোর্টালে কতজন নথিভুক্ত হলেন, কটি আবেদন জমা পড়ল? তথ্য দিলেন ব্রাত্য
Sandeshkhali Incident

সন্দেশখালি নিয়ন্ত্রণে, দাবি এডিজির, দিল্লির হস্তক্ষেপ চেয়ে অমিত শাহকে চিঠি সুকান্তর

সন্দেশখালির 'পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ বলে জানালেন রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ বর্মা। সাংবাদিক বৈঠকে এদিন তিনি বলেন, “সন্দেশখালির পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক।

সন্দেশখালি নিয়ন্ত্রণে, দাবি এডিজির, দিল্লির হস্তক্ষেপ চেয়ে অমিত শাহকে চিঠি সুকান্তর

শেষ আপডেট: 9 February 2024 20:13

দ্য ওয়াল ব্যুরো: গত ৩৫ দিন ধরে বেপাত্তা সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান। বুধবার রাত থেকে তাঁর দুই অনুগামী শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে ফুঁসছে গোটা সন্দেশখালি। শুক্রবার শাহজাহান ঘনিষ্ঠদের গ্রেফতারির দাবিতে বাঁশ, লাঠিসোঁটা এবং ঝাঁটা নিয়ে সন্দেশখালি থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকশো মহিলা। আন্দোলনে সামিল হন পুরুষরাও। শুক্রবার সকাল থেকে সন্দেশখালির উত্তপ্ত পরিস্থিতির ছবি দফায় দফায় উঠে এসেছে শিরোনামে। এদিকে এদিন বিকেলে ‘পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ বলে জানালেন রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ বর্মা। সাংবাদিক বৈঠকে এদিন তিনি বলেন, “সন্দেশখালির পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক।” 

শুক্রবার সন্দেশখালির পরিস্থিতি নিয়ে নবান্নে বৈঠকে বসে পুলিশ প্রশাসন। তারপর এডিজি, আইনশৃঙ্খলা মনোজ বর্মা সাংবাদিকদের মুখোমুখি হন। এডিজির সাংবাদিক বৈঠকের পর কয়েক ঘণ্টার মধ্যেই থানার সামনে বিক্ষোভ তুলে নেন মহিলারা। 


ওদিকে আবার সন্দেশখালির আইনশৃঙ্খলা পরিস্থিতি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জানা গিয়েছে, চিঠিতে শাহজাহান, শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দারের নাম উল্লেখ করেছেন সুকান্ত। সন্দেশখালির উত্তপ্ত পরিস্থিতিতে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি করেছেন তিনি। 

এদিন সন্দেশখালির ঘটনা নিয়ে নবান্ন থেকে এডিজি বলেন, “গত দু-তিন ধরে বসিরহাট পুলিশ জেলার সন্দেশখালিতে কিছু ঘটনা ঘটেছে। যারা হিংসার ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজকের ঘটনায় আটজনকে চিহ্নিত করা হয়েছে।” একইসঙ্গে ঘটনাটিতে কারও বিরুদ্ধে কোনও অভিযোগ জানালে তা নিয়ে পুলিশ সঠিক তদন্ত করবে বলে আশ্বাস দেন তিনি। তাঁর কথায়, ‘’এখনকার পরিস্থিতি পুরোটাই কন্ট্রোলে’’।

রেশন বণ্টনে ‘দুর্নীতি’র অভিযোগে গত ৫ জানুয়ারি শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। কিন্তু সেখানে তাঁদের উপর হামলার অভিযোগ ওঠে। গুরুতর আহত হন তিন ইডি অফিসার। এরপর থেকেই নিখোঁজ তৃণমূল নেতা। এরই মধ্যে শুক্রবার সকাল থেকে নতুন করে উত্তেজনা ছড়ায় সন্দেশখালিতে। শাহজাহান ঘনিষ্ঠ তথা সন্দেশখালি-২ ব্লকের তৃণমূল সভাপতি শিবুর তিনটি পোল্ট্রি ফার্ম এবং বাগান বাড়িতে আগুন লাগান বিক্ষোভকারীরা। পাল্টা ঘাসফুল শিবিরের লোকজন এলাকা দখলে নামে বলে অভিযোগ।  পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।


ভিডিও স্টোরি