শেষ আপডেট: 5th December 2024 20:42
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে ঘটে চলা ধারাবাহিক অশান্তির জেরে ইতিমধ্যেই সীমান্তের থানাগুলিতে নজরদারি বাড়িয়েছে রাজ্য পুলিশ। আশঙ্কা করা হচ্ছে, অশান্তির আবহে সীমান্ত পথে চোরা গোপ্তা অনুপ্রবেশ বাড়তে পারে। এহেন আশঙ্কা থেকেই এবার পাসপোর্ট ভেরিফিকেশনে বাড়তি নজরদারি শুরু করল পুলিশ।
লালবাজার সূত্রের খবর, পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে বাড়তি সতর্কতার নির্দেশ পৌঁছেছে থানায় থানায়। তাতে বলা হয়েছে, যিনি পাসপোর্টের আবেদন করছেন, তার দেওয়া প্রতিটি নথি ভাল করে যাচাই করে নিতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড-সহ প্রয়োজনীয় নথি শুধু যাচাই করলেই হবে না, সংশ্লিষ্ট ব্যক্তি আদৌ সেই ঠিকানায় থাকেন কিনা, তিনি কোনও অসামাজিক কার্যকলাপে জড়িত কিনা এবিষয়ে নিশ্চিত হতে তাঁর বাড়িতেও সরোজমিনে গিয়ে তথ্য যাচাই করে আসতে হবে।
এমনকী এ ব্যাপারে বাড়তি সতর্কতা হিসেবে এও বলা হয়েছে, স্রেফ দায়সারা ভাবে দায়িত্ব সারলে হবে না, থানা থেকে কোনও অভিজ্ঞ অফিসারকে গিয়ে তথ্য যাচাই করতে হবে।
হঠাৎ এমন বাড়তি সতকর্তার কারণ কী?
নভেম্বরের শেষে গোপন সূত্রে তল্লাশি চালিয়ে পাকর্স্ট্রিটের একটি হোটেল থেকে সেলিম মাতব্বর নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। ধৃতকে জেরা করে পুলিশ জানতে পারে, বাংলাদেশের মাদারিপুরের ওই বাসিন্দা বাংলাদেশের বিএনপি নেতা। বছর দুয়েক আগে বাংলাদেশে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল। আওয়ামী লিগের হাত থেকে বাঁচতে সে সময় তিনি পশ্চিমবঙ্গে চলে আসেন।
ধৃতর কাছ থেকে পুলিশ জাল পাসপোর্ট ও আধার কার্ড বাজেয়াপ্ত করে। তাতে তার নাম লেখা ছিল রবি শর্মা। সীমান্ত টপকে এ রাজ্যে ঢুকে কোথায় তিনি এই জাল পাসপোর্ট ও আধার কার্ড বানিয়েছেন, দু'বছর ধরে কোথায় কোথায় থেকেছেন, জাল পরিচয় তৈরিতে কে বা কারা সাহায্য করেছে তা ইতিমধ্যে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেই সূত্রেই বাংলার সীমান্তে জাল পাসপোর্ট চক্রের হদিশ জানতে পেরেছেন তদন্তকারীরা। সেই সূত্রেই এবার পাসপোর্ট ভেরিফিকেশনে বাড়তি জোর দেওয়া হল বলে সূত্রের খবর।