শেষ আপডেট: 9th November 2024 11:25
দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্তর শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
শুক্রবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। রাতেই ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়েছে নন্দিতাদেবীকে। পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। সূত্রের দাবি, শনিবার সকাল ১০টার পর তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।
গত ৭ নভেম্বর ছিল অভিনেত্রীর জন্মদিন। সেদিন এক সাক্ষাৎকারে দ্য ওয়ালকে ঋতুপর্ণা জানিয়েছিলেন, 'একসময় জন্মদিনে মা পায়েস খাওয়াতো। এবারে আমি নিজে হাতে মাকে পায়েস খাওয়াব।'
পরিবার সূত্রের খবর, অভিনেত্রীর মা দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর ডায়ালিসিসও হয়। চিকিৎসকরা জানিয়েছে, প্লেটলেটের রক্তচাপ কমে যাওয়ার কারণেই শারীরিক অবনতি হওয়ায় শুক্রবার রাতে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
প্রসঙ্গত, মায়ের পাশাপাশি ঋতুপর্ণার শাশুড়িও গুরুতর অসুস্থ। মা এবং শাশুড়িকে দেখতে ইতিমধ্যে কলকাতায় এসে পৌঁছেছেন অভিনেত্রীর স্বামী সঞ্জয় চক্রবর্তীও। মুম্বই থেকে এসেছেন অভিনেত্রীর মাসতুতো বোনও।
সূত্রের খবর, শুক্রবার সকাল থেকেই দিনভর হাসপাতালে রয়েছেন ঋতুপর্ণা এবং সঞ্জয়। ঘনিষ্ঠ মহলে অভিনেত্রী জানিয়েছেন, 'ভেন্টিলেশন, হাসপাতাল- শব্দগুলো শুনলেই বুকটা ছ্যাৎ করে ওঠে। মনটাও খারাপ। তবে আমার মা খুবই লড়াকু, ইশ্বরের কাছে প্রার্থনা করছি, এই লড়াইটাতে মা যেন জিতে ফিরে আসেন।'