শেষ আপডেট: 25th September 2024 17:56
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: হুগলিতে শিল্পের চিমনির ধোঁয়া থেকে অভিনেত্রীর মেকআপ তুলে রাজনীতির কৃষিজমিতে পা রাখা ইস্তক ভুল ডায়ালগ বলে চলেছেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বুধবার ভাঙন ও বন্যা পরিস্থিতি দেখতে বলাগড়ে এসে স্কুলস্তরে পড়ানো জলপ্রবাহের পরিমাপের একক গুলিয়ে ফেললেন দিদি নম্বর ওয়ান। ভাগ্যিস ওই রিয়েলিটি শোয়ের স্ক্রিপ্ট তিনি লেখেন না, না-হলে জল ছাড়ার পরিমাণের একক কিউসেকের জায়গায় কুইন্টাল বলে ফেললে পরীক্ষার খাতায় গোল্লা জুটত তৃণমূল এমপির খাতায়।
এদিন শয়ে শয়ে মানুষ, ক্যামেরা ও সংবাদমাধ্যমের সামনে ডায়ালগ ভুলে গেলেন রচনা। গোরুর দুধে সোনার মতোই 'মুখ ফসকে' বলে ফেললেন কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। ডিভিসিকে কাঠগড়ায় তুলে বললেন, ওরা বলছে জানিয়ে পাঠিয়েছে। সত্যিটা জানা না থাকলেও মমতার সুরেই বলেন, যা হয়েছে ঠিক হয়নি। রচনার জেলা সফর নিয়ে এমনিতেই মুখিয়ে ছিল বিজেপি। তারপর এরকম মুখের বাঁধভাঙা মন্তব্যে জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, ওনাকে মিউজিয়ামে রাখা উচিত।
লোকসভা ভোটের আগে প্রচারে গিয়ে কখনও সিঙ্গুরের দই, কখনও পান্ডুয়ায় ঘুঘনি খেয়ে উৎফুল্ল হয়েছেন। সাংসদ হয়ে বন্যা দেখতে গিয়ে বাজারহাটও করে ফেরেন জুনিয়র দিদি। এদিন কিনে নিলেন আস্ত ওল। মিলনগড় থেকে চর খয়রামারি যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে রচনা দেখেন চাষিরা ওল ধুয়ে বাজারে নেবেন বলে বস্তায় ভরছেন। সেখানে দাঁড়িয়ে পড়ে রচনা জানতে চাইলেন ওলে গলা ধরবে কিনা! চাষিরা আশ্বস্ত করতেই তাঁদের থেকে সেই ওল কিনলেন হুগলির সাংসদ। বললেন, খুব সুন্দর ওলের চাষ হয়েছে। ওল খেতে পছন্দ করি, তাই নিয়ে গেলাম।
সোশ্যাল মিডিয়ায় রচনা বন্দ্যোপাধ্যায়ের দিদির কীর্তি রীতিমতো হাসির খোরাক হয়েছে বিভিন্ন সময়ে। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য লোকসভা ভোটের আগে হুগলিতে রাইস মিলে চিমনির ধোঁয়ার সঙ্গে সেলফি তুলে শিল্প বিতর্কে জড়ানো। যা নিয়ে নেটপাড়ার আড্ডাবাজরা ধান ঝাড়াইয়ের মতো আছাড়িপিছাড়ি করে হাসির তুফান তোলে। এছাড়াও ভোটপ্রচারে গিয়ে কখনও আলুপোস্ত, কখনও নানান খাবার খেয়ে নিত্য ট্রোলড হয়েছেন। এবার কিউসেকের জায়গায় কুইন্টালের ওজন কীভাবে সামলাতে হয়, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।