Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা

স্বজনপোষণের মধ্যেও আমি টিকে গিয়েছি, বাচ্চাটা পারল না, সুশান্তের মৃত্যু নিয়ে প্রকাশ রাজ

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে প্রতিভা হারিয়ে যাওয়ার ঘটনা কম নেই। অনেকেই বলেন, আলো ঝলমলে বিরাট ইন্ডাস্ট্রির মধ্যে যে অদৃশ্য রাজনীতি রয়েছে তার সঙ্গে জুঝে উঠতে পারেন না অনেকেই। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁরই একটি ভিডিও টুইট করে বলিউডে স্বজনপ

স্বজনপোষণের মধ্যেও আমি টিকে গিয়েছি, বাচ্চাটা পারল না, সুশান্তের মৃত্যু নিয়ে প্রকাশ রাজ

শেষ আপডেট: 15 June 2020 13:00

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে প্রতিভা হারিয়ে যাওয়ার ঘটনা কম নেই। অনেকেই বলেন, আলো ঝলমলে বিরাট ইন্ডাস্ট্রির মধ্যে যে অদৃশ্য রাজনীতি রয়েছে তার সঙ্গে জুঝে উঠতে পারেন না অনেকেই। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁরই একটি ভিডিও টুইট করে বলিউডে স্বজনপোষণের বিরুদ্ধে সরব হলেন দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ। ভিডিওটিতে দেখা যাচ্ছে আইআইএফএ-এর একটি অনুষ্ঠানের সাংবাদিক সম্মেলনে সুশান্ত সিং রাজপুত বলছেন, "স্বজনপোষণ সব জায়গাতেই রয়েছে। বলিউডেও তা রয়েছে। এটায় আপনি কিছু করতে পারবেন না। কিন্তু এই স্বজনপোষণের সঙ্গে যদি দেখা যায় যোগ্য প্রতিভাকে জোর করে আটকে দেওয়া হচ্ছে তাহলে এটা ঠিক নয়। এটা হলে কিন্তু ইন্ডাস্ট্রির কাঠামো ভেঙে পড়বে।" ওই ভিডিও টুইট করে প্রকাশ লিখেছেন, "স্বজনপোষণের মধ্যে দিয়ে আমাকেও যেতে হয়েছে। আমি লড়াই করে টিকে গিয়েছি। কিন্তু বাচ্চাটা পারল না।" তিনি আরও লিখেছেন, "এরপর আমরা কি কিছু শিখব? আমরা কি উঠে দাঁড়িয়ে বলব, আর কোনও স্বপ্নের এ ভাবে মৃত্যু হবে না?" https://twitter.com/prakashraaj/status/1272597715621302273 সুশান্তের আত্মঘাতী হওয়ার ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে বলিউডে। একজন প্রতিভাবান অভিনেতা মাত্র ৩৪ বছর বয়সে এ ভাবে আত্মঘাতী হয়েছেন, মেনে নিতে পারছেন না কেউ। পাটনায় বড় হওয়া, দিল্লিতে ইঞ্জিনিয়ারিং পাশ করা সুশান্তের বলিউডে জায়গা করে নেওয়ার লড়াইটা সহজ ছিল না। একাধিক ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁর সাবলীল অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। মৃত্যুর পর তাঁর বেশ কিছু পুরনো টুইটও সামনে এসেছে। যেখানে তিনি বলছেন, এই ইন্ডাস্ট্রিতে তাঁকে কেউ আপন করে নেয়নি। মনোবিদদের বক্তব্য, ভিতর ভিতর হতাশায় ডুবে গিয়েছিলেন তরুণ এই অভিনেতা। যে কারণে আত্মঘাতী হওয়ার মতো চরম পথ বেছে নিয়েছেন। তবে প্রকাশ রাজের এই টুইট নতুন প্রশ্ন তুলে দিয়েছে। তাহলে কি সুশান্ত মনে করছিলেন, তাঁর যোগ্যতাকে আটকে দেওয়া হচ্ছে? স্বজনপোষণের মধ্যেও বাধা দেওয়া হচ্ছে নতুন প্রতিভাকে ইন্ডাস্ট্রিতে ঢুকতে দেওয়ায়? বছর দেড়েক আগে বাম যুব সংগঠনের একটি সম্মেলন উদ্বোধনে বাংলায় এসেছিলেন প্রকাশ। সেখানে তিনি বলেছিলেন, "এই যে আমি এত প্রশ্ন তুলি, সরকারের সমালোচনা করি, এই কারণে আমার পেশার উপরেও আঘাত আসছে। কিন্তু প্রশ্ন করা আমি থামাব না।" প্রকাশ রাজ রাজনীতি নিয়ে যতটা সরব সুশান্তের ক্ষেত্রে সেসব ছিল না। কিন্তু তরুণ অভিনেতার যে ফুটেজটি প্রকাশ টুইট করেছেন তাতে প্রশ্ন উঠছেই বলিউডের অভ্যন্তরীণ ব্যবস্থা নিয়েও।

ভিডিও স্টোরি