শেষ আপডেট: 30th June 2024 16:59
দ্য ওয়াল ব্যুরো: বিগত এক বছর ধরে চলছে বিবাহ বিচ্ছেদের মামলা। এরই মধ্যে অ্যাসিড হামলার শিকার হলেন স্ত্রী। শনিবার রাতে রাস্তায় একা পেয়ে তরুণীর মুখে অ্যাসিড ছুড়ে মারার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার ৭ নম্বর ওয়ার্ডের কাটাডাঙা মহাকালিতলায়।
স্থানীয় সূত্রের খবর, এদিন রাতে কাজ শেষ করে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন তরুণী। আচমকাই কাঁকিনাড়া রেল কোয়ার্টারের কাছে মহিলার পথ আটকে দাঁড়ায় তাঁর স্বামী। কিছু বুঝে ওঠার আগেই তাঁর দিকে অ্যাসিড ছুড়ে মারে যুবক।
আক্রান্ত তরুণী ভাটপাড়া থানার নারায়ণপুর বালি মাঠ এলাকার বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথম ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল ভর্তি করানো হয়। পরে তাঁর অবস্থার অবনতি হতে থাকলে সেখান থেকে কল্যাণী জে এন এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আক্রান্তের অভিযোগ, তাঁর স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। এদিন কাজ থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় তাঁর পথ আটকায় স্বামী রাজা রায়। তারপর তাঁর মুখে অ্যাসিড ছুঁড়ে মেরে চম্পট দেয়। জমি না পেয়ে ক্ষোভে এই হামলা বলে দাবি করেছেন তিনি।
ঘটনাটির কয়েক ঘণ্টার মধ্যেই ভাটপাড়া থানার পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে। পুলিশ তার বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করেছে। রবিবার অভিযুক্তকে ব্যারাকপুর মহাকুমা আদালতকে তোলা হয়।