শেষ আপডেট: 15th October 2024 18:42
দ্য ওয়াল ব্যুরো: জুনিয়র ডাক্তারদের 'দ্রোহের কার্নিভাল'-এ বাধা দেওয়ার অভিযোগ উঠল কলকাতা পুলিশের বিরুদ্ধে। এই অভিযোগে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে ঘেরাও করে বিক্ষোভও দেখালেন জুনিয়র চিকিৎসকরা। গো ব্যাক স্লোগানও উঠল।
গোটা ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধেয় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে রানি রাসমণি রোডে। বস্তুত, এদিনই রেড রোডে অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের দুর্গা পুজো কার্নিভাল। অদূরেই রানি রাসমণি রোড। ফলে চিকিৎসকদের কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশ। উল্টে সকাল থেকে ব্যারিকেড দিয়ে সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলেছিল পুলিশ।
প্রতিবাদে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আন্দোলনকারীরা। সেখান থেকে অনুমতি মেলায় 'দ্রোহের কার্নিভাল' শুরু করেন আন্দোলনকারীরা। অভিযোগ, সেই কর্মসূচিতেই ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করেছেন ডিসি সেন্ট্রাল-সহ পদস্থ পুলিশ কর্তারা।
চিকিৎসকদের ডাকা মানব বন্ধন কর্মসূচিতে হাজির হয়েছিলেন প্রচুর সাধারণ মানুষও। অভিযোগ, নিরাপত্তার কারণ দেখিয়ে ডিসি সেন্ট্রাল কিছু বলেন। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন জনতা। রীতিমতো চারিদিক থেকে পুলিশ কর্তাদের ঘিরে ফেলে গো ব্যাক স্লোগান শুরু হয়।
পরিস্থিতি বেগতিক দেখে চিকিৎসকদের সুরক্ষায় এগিয়ে আসতে দেখা যায় আন্দোলনকারী চিকিৎসকদের। তাঁদের কথায়, আমরা কোনও অশান্তি চাইছি না। আমাদের মূল দাবি নির্যাতিতার বিচার। সেই বিচারের দাবিতে হওয়া আন্দোলনে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে আন্দোলন প্রভাবিত হতে পারে। সেটা আমরা হতে দেব না।
রীতিমতো পুলিশ কর্তাদের চারিদিকে মানবশৃঙ্খল তৈরি করে সাধারণ মানুষের মধ্যে থেকে দূরত্বও তৈরি করতে দেখা যায় জুনিয়র চিকিৎসকদের। যদিও এ ব্যাপারে পুুলিশের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।