শেষ আপডেট: 21st February 2024 12:33
দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: এক জনজাতি মহিলাকে মারধরের অভিযোগ পুরুলিয়ার কোটশিলা থানার ওসিকে 'ক্লোজ' করল জেলা পুলিশ।
মঙ্গলবারই ওসি তুফান দাঁকে 'ক্লোজ' করা হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, নির্যাতিতা মহিলার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুরুলিয়ার কোটশিলা থানার বড়রোলা গ্রামের ঘটনা। বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে গত রবিবার সংশ্লিষ্ট এলাকায় অভিযানে গিয়েছিল থানার পুলিশ। অভিযোগ, তল্লাশি অভিযানে গিয়ে গ্রামের এক জনজাতি মহিলাকে মারধর করেন ওসি।
ঘটনার পরে গুরুতর আহত অবস্থা্য় ওই জনজাতি মহিলাকে ভর্তি করা হয় পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। বিষয়টি প্রকাশ্যে আসতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানান গ্রামের মহিলারা।
খবর পেয়ে মঙ্গলবার ওই গ্রামে যান পুরুলিয়ার বিজেপি সংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। মহিলাকে সঙ্গে নিয়ে গিয়ে কোটশিলা থানার পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ জানান তিনি। এরপরই কোটশিলা থানার অভিযুক্ত অফিসারকে 'ক্লোজ' করার নির্দেশ দেন এসপি।