শেষ আপডেট: 30th January 2025 14:26
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের সমস্ত থানায় সিসিটিভি সক্রিয় রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এই নির্দেশ দিল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ।
আদালত এও জানিয়েছে, সিসিটিভি সক্রিয় না করলে বা এই নির্দেশ পালন না করলে ওই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত অফিসারদের বিরুদ্ধে উপযুক্ত বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সম্প্রতি থানা লক আপে চার বিচারাধীন বন্দির মৃত্যুর অভিযোগ উঠেছিল। ওই মামলার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে বারুইপুর জেলে বিচারাহীন বন্দির মৃত্যু নিয়ে সিআইডির এডিজিকে উচ্চ পদস্থ অফিসার দিয়ে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। তদন্তে স্বচ্ছতা বজায় রাখার কথাও বা হয়েছে।
আদালত সূত্রের খবর, ২০২২ সালে বজবজ এলাকা থেকে গ্রেফতার হওয়া চারজন অভিযুক্তের জেল হেফাজতে মৃত্যু হয় ।ময়নাতদন্তের রিপোর্টে চারজনের শরীরে মোট ৩৯টা আঘাতের চিহ্ন পাওয়া যায়।এই নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ হামলা দারের করা হয়। আবেদনকারীর অভিযোগ, তাদের প্রত্যেককে পিটিয়ে মারা হয়েছে।
এই প্রসঙ্গে থানার সিসিটিভি ফুটেজ তলব করেছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই সিসিটিভি ফুটেজের রিপোর্ট জমা না পড়ায় ক্ষুব্ধ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। তার পরিপ্রেক্ষিতে এবার রাজ্যের সব থানায় সিসিটিভি সক্রিয় রাখার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে আবেদনকারীর সিবিআই তদন্তের আবেদন খারিজ করে তদন্তভার সিআইডির হাতে তুলে দিয়েছে আদালত।