শেষ আপডেট: 26th March 2025 19:38
দ্য ওয়াল ব্যুরো: আদালত থেকে পালিয়ে গেল পকসো মামলায় অভিযুক্ত আসামি। ঘটনার জেরে শোরগোল ছড়িয়েছে হাওড়া আদালতে।
পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত আসামীর নাম বলরাম কুমার (২২)। বিহারের বেগুসরাই থেক ধৃত এই অভিযুক্তর বিরুদ্ধে অপহরণ ও পকসো মামলা রয়েছে। এদিন হাওড়া আাদালত থেকে অভিযুক্ত পালিয়ে যায়।
পুলিশি ঘেরাটোপ এড়িয়ে কীভাবে অভিযুক্ত আসামী পালিয়ে গেল, গোটা ঘটনায় প্রশ্নের মুখে জেলা পুলিশ। বিষয়টি সামনে আসামাত্রই আসামির দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মীকে শোকজ করে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ।
পুলিশ সূত্রের খবর, সম্প্রতি এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছিল। ওই মামলার তদন্তে হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ অভিযুক্তকে বিহার থেকে গ্রেফতার করে এদিন হাওড়া আদালতে নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্তকে আদালতের বাইরে বসিয়ে রেখেছিলেন নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মী। এরপরই পালিয়ে যায় সে। গোটা ঘটনায় পুলিশি গাফিলতির বিষয়টি স্পষ্ট। অভিযুক্ত দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার পাশাপাশি অভিযুক্তর খোঁজে তল্লাশিও শুরু করেছে জেলা পুলিশ।