শেষ আপডেট: 5th December 2024 18:12
দ্য ওয়াল ব্যুরো: জয়নগরে চতুর্থ শ্রেণির ধর্ষণ ও খুনে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল বারুইপুরের পকসো আদালত। দোষীর নাম মুস্তাকিন সর্দার। আগামীকাল অর্থাৎ শুক্রবার পকসো আদালতেই সাজা ঘোষণা হবে দোষী সাব্যস্তের। নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার ৬১ দিনের মাথায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হল।
গত ৪ অক্টোবর ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায়। বিস্তর খোঁজাখুঁজির পর ওই রাতেই তার দেহ উদ্ধার হয়। ৫ অক্টোবর নাবালিকাকে ধর্ষণ ও খুনে গ্রেফতার করা হয় মুস্তাকিনকে।
৭ অক্টোবর ঘটনার তদন্তে সিট গঠন করা হয়। এর ২৫ দিনের মাথায়, গত ৩০ অক্টোবর পেশ হয় চার্জশিট। আর বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর মুস্তাকিনকে দোষী সাব্যস্ত করল আদালত।
প্রসঙ্গত, জয়নগরের মহিষমারি এলাকার জলাভূমি থেকে ন’বছরের একটি শিশুর দেহ উদ্ধার করে পুলিশ। টিউশন থেকে বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগে তেতে ওঠে এলাকা। ঘটনা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় জয়নগর থানা এলাকার মহিষমারি পুলিশ ফাঁড়ি এলাকা।
পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে স্থানীয় ফাঁড়িতেও হামলা চালানোর অভিযোগ ওঠে স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। ফাঁড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এমকী পুলিশকে ঝাঁটাপেটাও করেন গ্রামবাসীদের একাংশ।