বাবলু যাদবের স্ত্রী সুচরিতা
শেষ আপডেট: 5th January 2025 12:47
দ্য ওয়াল ব্যুরো: মালদহের তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনার তিন দিন পেরিয়ে গিয়েছে। এখনও অধরা আরও দুই অভিযুক্ত। তাদেরই হদিশ পেতে পুরস্কার ঘোষণা করেছে মালদহ জেলা পুলিশ। কৃষ্ণা রজক ও বাবলু যাদবকে খুঁজে দিতে পারলে ২ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে পুলিশ। নিহত তৃণমূল নেতার পরিবারের দাবি, রাজনৈতিক ফায়দার জন্যই দুলালকে খুন করা হয়েছে। পুলিশ মনে করছে, কৃষ্ণা ও বাবলুকে ধরতে পারলেই উত্তর পাওয়া যাবে কে আসলে বড় মাথা।
এদিকে স্বামী যে বাবলা সরকার খুনের ঘটনায় জড়িত, তা ভেবেই অবাক হচ্ছেন বাবলু যাদবের স্ত্রী সুচরিতা। বলছেন, 'ওর সঙ্গে আমার এখন কোনও সম্পর্ক নেই। যদি আগে আমি টের পেতাম তাহলে ধরিয়ে দিতাম। ওর আসল বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে। সে কিছুই করত না। তবে সম্ভবত তৃণমূল করত।'
তিনি আরও বলেন, 'কৃষ্ণ রজক ওরফে রোহন মাঝে মাঝে আমাদের বাড়িতে আসত। ১ তারিখের পর থেকে তাকে আর দেখা যায়নি। পুলিশ ২ তারিখ আমাদের বাড়িতে এসেছিল।' বিস্ফোরক দাবি তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বাবলু যাদবের স্ত্রীর।
ইংলিশবাজারের রেলওয়ে ব্যারাক কলোনির বাসিন্দা কৃষ্ণা রজক ওরফে রোহন ও মহানন্দাপল্লির বাসিন্দা বাবলু যাদব। দুলাল সরকার খুনে এখনও পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এখনও অধরা এই দুই অভিযুক্ত। দুই অভিযুক্তের ছবি, নাম, ঠিকানা প্রকাশ করা হয়েছে পুলিশের তরফে। তাদের খোঁজে তল্লাশি অভিযান চলছে বলেও জানিয়েছে।