শেষ আপডেট: 2nd February 2025 11:43
দ্য ওয়াল ব্যুরো: বারাকপুরের কমিশনারের পদে বদলের ২৪ ঘণ্টার মধ্যেই নৈহাটির তৃণমূল কর্মী খুনে একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অক্ষয় গণ।
তৃণমূল কর্মী খুনের ঘটনায় আরও চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ধৃতদের বয়ান সন্দেহজনক। সূত্রের খবর, আটক ওই চারজনকেও গ্রেফতার করা হতে পারে।
গত শুক্রবার বিকেলে নৈহাটির গৌরীপুরে খুন হন তৃণমূল কর্মী সন্তোষ যাদব। সন্তোষকে গুলি করে নাকি থেঁতলে খুন করা হয়েছে তা নিয়ে ধন্দ তৈরি হয়েছিল। এর পরই পুলিশ কমিশনার পদ থেকে অলোক রাজোরিয়াকে সরিয়ে ওই পদে আনা হয়েছিল অজয় কুমার ঠাকুরকে। তার ২৪ ঘণ্টার মধ্যে নৈহাটির খুনে সাফল্য পেল পুলিশ।
নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের পরই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন বারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার অলোক রাজোরিয়া। সে সময় পুলিশ কমিশনার দাবি করেন, সন্তোষকে থেঁতলেই খুন করা হয়েছে। গুলি চালানোর ঘটনা ঘটেনি। অন্যদিকে স্থাবনীয় বিধায়ক দাবি করেন, গুলি করেই সন্তোষকে হত্যা করা হয়েছে। পরস্পর বিরোধী মন্তব্য ঘিরে তদন্তে সমস্যা তৈরি হয়েছিল বলে খবর।
এরপরই বারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে বদলি করে দেওয়া হয় ট্রাফিক বিভাগের ডিআইজি পদে। বারাকপুরের আইশৃঙ্খলার ভার তুলে দেওয়া হয় কারা বিভাগের ডিআইজি অজয় কুমার ঠাকুরের হাতে।