প্রতীকী ছবি।
শেষ আপডেট: 19 April 2025 08:54
দ্য ওয়াল ব্যুরো: সোমবারের পর শনিবার। পাঁচদিনের ব্য়বধানে ফের দুর্ঘটনার (Accidents) সাক্ষী থাকল কলকাতা (Kolkata)।
গত সোমবার সকালে প্রনবানন্দ সরণী এবং অকল্যান্ড রোডের সংযোগস্থলে দুটি বাসের রেষারেষি দেখেছিল জনতা। তাল সামলাতে না পেরে রাস্তার মাঝের ডিভাইডারে উঠে লোহার রেলিংয়ে ধাক্কা মেরেছিল একটি সরকারি বাস। আহত হয়েছিলেন বাসের একাধিক যাত্রী।
আর শনিবার সকালে রেড রোডে দুটি প্রাইভেট গাড়ির মধ্যে সংঘর্ষে জখম হলেন একটি গাড়ির চালক। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গাড়ি রেড রোড ধরে আসছিল। অন্যটি মেয়ো রোডের দিক থেকে এসে সজোরে ধাক্কা মারে চালকের আসনের দিকে।
এর আগে শহরের একাধিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। বাসের রেষারেষি বন্ধে গত ডিসেম্বরে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিলেন পরিবহণ দফতরের কর্তারা। বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল পুলিশও। দুর্ঘটনা রুখতে প্রশাসনের তরফে একগুচ্ছ পদক্ষেপও নেওয়া হয়েছে। কিন্তু তারপরও যেভাবে দুর্ঘটনা বেড়েই চলেছে, তাতে রাস্তায় হাঁটাচলা ( Safety and Security) করার ক্ষেত্রে গভীর উদ্বেগ প্রকাশ করছেন আমজনতা।
তাঁদের কথায়, যেভাবে বেপরোয়াচালকদের দৌরাত্ম্য বাড়ছে তাতে তো শহরের রাস্তায় চলাফেরা করাও আর নিরাপদ নয়! শহরবাসীর মতে, গভীর রাত এবং ভোরের দিক, যখন ট্রাফিক নিয়ন্ত্রণ কিছুটা আলগা থাকে সে সময়ই এই প্রবণতা বাড়ছে। আবার ব্যস্ত সময়ে বাসের রেষারেষির নজিরও রয়েছে। গোটা ঘটনায় পুলিশি নজরদারি নিয়েই প্রশ্ন তুলছেন শহরবাসী।
যদিও পুলিশের বক্তব্য, ইতিমধ্যে শহরের সব রাস্তায় স্পিড ব্রেকার, সিসিটিভি নজরদারি, দুর্ঘটনাপ্রবণ এলাকায় বাড়তি ট্রাফিক পুলিশ মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে খুনের মামলা রুজু করার প্রক্রিয়াও শুরু হয়েছে।