ফাইল ছবি
শেষ আপডেট: 26 February 2025 20:15
দ্য ওয়াল ব্যুরো: আগামী ৩ মার্চ থেকে শুরু হচ্ছে তলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী (Higher secondary Examination 2025)। শিক্ষা সংসদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গতবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাত লক্ষর কিছু বেশি। এবারে সেখানে পরীক্ষার্থীর সংখ্যা সাকুল্যে ৫ লাখ ৮ হাজার ৪১৩জন! অর্থাৎ গতবারের চেয়ে এবারে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় দু'লাখ কম!
স্বভাবতই উটে আসছে স্কুলছুটের প্রসঙ্গ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অবশ্য স্কুল ছুটের তত্ত্ব মানতে নারাজ। বুধবার বিকেলে এ বিষয়ে সাংবাদিক বৈঠক থেকে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, মূলত ২০২৩-এ মাধ্যমিক উত্তীর্ণ কম বলেই গত বছরের তুলনায় এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কম।
সংসদ সভাপতি জানান, ২০২৩ সালে মাধ্যমিক পাশ করেছিল ৫ লাখ ৬৫ হাজার ৪২৮ জন। সেখানে এবারে উচ্চমাধ্যমিকে ৫ লাখ ৯ হাজার পরীক্ষার্থীর সংখ্যা ঠিকই আছে।
চিরঞ্জীববাবুর দাবি, "মাধ্যমিকের পরে অনেকে জেনারেল লাইনে পড়াশোনা করে না। পলিটেকনিক, আইটিআইটি, প্রফেশনাল স্কিল-সহ একাধিক লাইন রয়েছে। অনেকে চাকরিতে যোগ দেয়। ফলে পুরনো পরিসংখ্যানের নিরিখে এটা ঠিকই আছে।"
স্কুলছুটের তত্ত্ব সংসদ সভাপতি মানতে না চাইলেও সংসদ সূত্রের খবর, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নাম নথিভুক্ত (এনরোলমেন্ট) করেনি এমন সংখ্যাটা প্রায় ১৫ শতাংশ। যে কারণে এক লাফে পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কমল।
সংসদের একটি সূত্রের দাবি, ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের ১০ হাজার টাকার জন্য অনেকেই উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি হয়। সেই টাকা পেয়ে যাওয়ার পর তাদের আর স্কুলে দেখা যায় না।