Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘নীল আকাশের পরি’ দুই বিমানকর্মীর মৃত্যু মণিপুরে কুকি-মেইতেই বিভেদকে শোকের সুতোয় জুড়ে দিলহাওড়ায় সিভিক ভলান্টিয়ারকে কান ধরে ওঠবোস: গ্রেফতার ২, ক্লোজ করা হল ওসিকেএবার থেকে স্যার বেকহ্যাম, নাইটহুড পেলেন ম্যান ইউ কিংবদন্তিNEET 2025: প্রায় ১০০ পার্সেন্টাইল পেয়ে শীর্ষে রাজস্থানের মহেশ! প্রথম দশে নেই কলকাতার কেউদেশের বাতাবিলেবুর স্বাদ পেতে ঘরে ফিরেছিলেন, বিমান দুর্ঘটনায় মৃত্যু প্রবাসী রমেশের রাস্তায় মারামারিতে হইচই পড়েছিল, দলের চাপে তরুণীকে ক্যাডবেরি খাওয়ালেন পানিহাটির কাউন্সিলর'ভারতের জাতীয় পতাকা-গান সরাতে বলেছিল', পাকিস্তানে ‘দঙ্গল’ মুক্তি পায়নি আমিরের সিদ্ধান্তেইমাছও ব্যথা পায়! মৃত্যুর আগে ২০ মিনিটের যন্ত্রণা, গবেষণায় ধরা পড়ল নয়া তথ্যইলিশের খোঁজে! শনিবার রাতে সুন্দরবন থেকে গভীর সমুদ্রে রওনা দিচ্ছে কয়েক হাজার ট্রলারজলস্তর বাড়বে তিস্তা-তোর্সার, সতর্ক করল আলিপুর, সপ্তাহান্তে প্রবল বৃষ্টি রাজ্যজুড়ে
Higher secondary Examination 2025

গতবারের চেয়ে এবারে প্রায় ২ লক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কম! স্কুলছুটের নেপথ্যে কোন কারণ

গতবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাত লক্ষর কিছু বেশি।

গতবারের চেয়ে এবারে প্রায় ২ লক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কম! স্কুলছুটের নেপথ্যে কোন কারণ

ফাইল ছবি

শেষ আপডেট: 26 February 2025 20:15

দ্য ওয়াল ব্যুরো: আগামী ৩ মার্চ থেকে শুরু হচ্ছে তলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী (Higher secondary Examination 2025)। শিক্ষা সংসদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গতবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাত লক্ষর কিছু বেশি। এবারে সেখানে পরীক্ষার্থীর সংখ্যা সাকুল্যে ৫ লাখ ৮ হাজার ৪১৩জন! অর্থাৎ গতবারের চেয়ে এবারে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় দু'লাখ কম!

স্বভাবতই উটে আসছে স্কুলছুটের প্রসঙ্গ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অবশ্য স্কুল ছুটের তত্ত্ব মানতে নারাজ। বুধবার বিকেলে এ বিষয়ে সাংবাদিক বৈঠক থেকে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, মূলত ২০২৩-এ মাধ্যমিক উত্তীর্ণ কম বলেই গত বছরের তুলনায় এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কম।

সংসদ সভাপতি জানান, ২০২৩ সালে মাধ্যমিক পাশ করেছিল ৫ লাখ ৬৫ হাজার ৪২৮ জন। সেখানে এবারে উচ্চমাধ্যমিকে ৫ লাখ ৯ হাজার পরীক্ষার্থীর সংখ্যা ঠিকই আছে। 

চিরঞ্জীববাবুর দাবি, "মাধ্যমিকের পরে অনেকে জেনারেল লাইনে পড়াশোনা করে না। পলিটেকনিক, আইটিআইটি, প্রফেশনাল স্কিল-সহ একাধিক লাইন রয়েছে। অনেকে চাকরিতে যোগ দেয়। ফলে পুরনো পরিসংখ্যানের নিরিখে এটা ঠিকই আছে।"

স্কুলছুটের তত্ত্ব সংসদ সভাপতি মানতে না চাইলেও সংসদ সূত্রের খবর, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নাম নথিভুক্ত (এনরোলমেন্ট) করেনি এমন সংখ্যাটা প্রায় ১৫ শতাংশ। যে কারণে এক লাফে পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কমল।

সংসদের একটি সূত্রের দাবি, ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের ১০ হাজার টাকার জন্য অনেকেই উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি হয়। সেই টাকা পেয়ে যাওয়ার পর তাদের আর স্কুলে দেখা যায় না। 


ভিডিও স্টোরি