শেষ আপডেট: 24th June 2022 17:34
দ্য ওয়াল ব্যুরো: গর্ভপাতের (Abortion) আইনি অধিকার নিয়ে শুক্রবার বিশ্বজুড়ে তর্ক শুরু হয়েছে। কারণ, এদিন মার্কিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, আমেরিকায় গর্ভপাত আর সাংবিধানিক অধিকার বলে বিবেচিত হবে না। এ ব্যাপারে ১৯৭৩ সালে সে দেশের সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছিল, তা খারিজ করা হচ্ছে।
এই অবস্থায় কৌতূহলের বিষয় হল, ভারতে কি গর্ভপাত আইনসিদ্ধ? গর্ভধারণের পর কত সপ্তাহ পর্যন্ত গর্ভপাত করানো যেতে পারে?
ভারতে গর্ভপাত (Abortion) সংক্রান্ত আইনে নরেন্দ্র মোদী জমানায় সংশোধন আনা হয়েছে। তার পর সেই সংশোধন প্রস্তাব সংসদে পাশ করে আইনের নয়া স্বরূপ চূড়ান্ত করা হয়েছে। তাতে বলা হয়েছে—
• গর্ভধারণের ২০ সপ্তাহের মধ্যে গর্ভপাত করাতে হলে একজন চিকিৎসকের মতামত নেওয়া জরুরি। গর্ভধারণের পর ২০ থেকে ২৪ সপ্তাহের মধ্যে গর্ভপাত করাতে হলে দু’জন চিকিৎসকের মতামত নিতে হবে।
• তবে কয়েকটি ক্ষেত্রে গর্ভপাতের (Abortion) অনুমতি গর্ভধারণের পর ২০ সপ্তাহ থেকে বাড়িয়ে ২৪ সপ্তাহ পর্যন্ত করা হয়েছে। যেমন, কেউ যদি যৌন লাঞ্ছনার শিকার হন বা নিকট আত্মীয়-পরিজনের লালসার শিকার হন, তা হলে গর্ভধারণের পর ২৪ সপ্তাহ পর্যন্ত তাঁরা গর্ভপাত করাতে পারবেন। তা ছাড়া ভিন্নভাবে সক্ষম অথবা নাবালিকা বা অরক্ষণীয়া মহিলাদের গর্ভপাতের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে।
• মেডিকেল বোর্ডের বিচারে ভ্রূণে কোন অসঙ্গতি দেখা দিলে গর্ভধারণের পর সর্বোচ্চ সীমা গর্ভপাতের ক্ষেত্রে বিবেচ্য হবে না। মেডিকেল বোর্ডের সদস্যরা বিভিন্ন দিক বিবেচনা করে গর্ভপাতের বিষয়টি স্থির করবেন।
গর্ভপাতের অধিকার কেড়ে নিল মার্কিন সুপ্রিম কোর্ট, অর্ধশতাব্দী পুরনো রায় খারিজ ঐতিহাসিক শুনানিতে
• এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের একটি সাম্প্রতিক রায় মাইলফলক হয়ে রয়েছে। গর্ভধারণের পর ৩৫ সপ্তাহের মাথায় গর্ভপাতের অনুমতি দিয়েছিল উচ্চ আদালত।
• যে মহিলার গর্ভপাত (Abortion) করানো হবে, তাঁর নাম ও পরিচয় প্রকাশ করা যাবে না।