শেষ আপডেট: 10th March 2025 07:49
দ্য ওয়াল ব্যুরো: দোল উৎসবের কথা ভেবে 'ভূতুড়ে ভোটার কার্ড' (Fake Voters) নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বৈঠক একদিন পিছিয়ে দেওয়ার কথা জানানো হয়েছিল। তবে রবিবার সন্ধেই দলের তরফে জেলায় জেলায় নির্দেশ পৌঁছেছে যে, রবিবার নয়, অভিষেকের ভার্চুয়াল বৈঠক হবে শনিবার ১৫ মার্চ বিকেলেই।
দলীয় সূত্রের খবর, শনিবার বিকেল ৪টেয় 'ভূতুড়ে ভোটার কার্ড' (Fake Voters) ইস্যুতে ভার্চুয়াল বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে দলের জেলা সভাপতি, চেয়ারম্যান, বিধায়ক, সাংসদ এবং শাখা সংগঠনের প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
ভুয়ো ভোটার (Ghost Voter) ইস্যুতে গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সভা থেকে এ ব্যাপারে সুব্রত বক্সীকে কমিটির মাথায় রেখে ৩৬ জনের কমিটি গড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
'ভূত' ধরার কাজ কতদূর এগোল তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার তৃণমূল ভবনে কোর কমিটির বৈঠক হয় (TMC Core Committee Meeting)। তাৎপর্যপূর্ণভাবে, ওই বৈঠকে উপস্থিত ছিলেন না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোর কমিটি থেকে জেলা ভিত্তিক কমিটিও তৈরি করা হয়েছিল। তবে রাতেই সেই কমিটি খারিজ করে দেন স্বয়ং দলনেত্রী। তারপরই অভিষেকের বৈঠক একদিন পিছিয়ে যাওয়ার খবর সামনে এসেছিল। তবে রবিবারই দলের তরফে জেলায় জেলায় জানানো হয়েছে, ১৬ মার্চ নয়, ১৫ মার্চই হবে বৈঠক।