শেষ আপডেট: 31st January 2025 16:38
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সংসদে সাধারণ বাজেট (Budget 2025) পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। স্বভাবতই এই বাজেট কতটা জনমুখী হবে তা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে। তবে সরকারের এই বাজেট নিয়ে তিনি কোনও আশা দেখছেন না বলে জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেকের কথায়, "যতদিন মোদী সরকার ক্ষমতায় রয়েছে ততদিন এই সরকারের কাছ থেকে গরিব মানুষের জন্য কিছু আশা করা বৃথা। কারণ এদের আমলে গরিব আরও গরিব হয়েছে, ধনী আরও ধনী হয়েছে। এরা সাধারণ মানুষ, বেকার ছেলেমেয়েদের জন্য কিছুই করেনি।"
বস্তুত, সংসদের বাজেট অধিবেশনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সংবাদমাধ্যমের সামনে তাঁর বক্তব্য জানিয়েছেন। এবং তা করতে গিয়ে তিনি দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির জন্য বিশেষ করে দুর্গা এবং লক্ষ্মী দেবীর আশীর্বাদ কামনা করেছেন। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর থেকেই জল্পনা শুরু হয়েছে যে, এই বাজেটে (Budget 2025 Income Tax) মধ্যবিত্তদের জন্য কর ছাড় বা আর্থিক স্বস্তি আসতে পারে কি না।
যদিও এ প্রসঙ্গে নোটবন্দির প্রসঙ্গ টেনে অভিষেক বোঝাতে চেয়েছেন, এসবই ভাঁওতা। মোদী সরকার যা বলে তা করে না। অভিষেকের কথায়, "নোটবন্দি থেকে বেকারত্ব, এই সরকারের আমলে কোনও প্রতিশ্রুতিই পূরণ হয়নি। ফলে এদের কাছে এসব আশা করা অন্যায়।"