শেষ আপডেট: 8th March 2025 13:18
দ্য ওয়াল ব্যুরো: মার্চের ১৫ তারিখ 'ভূতুড়ে ভোটার কার্ড' (Fake Voters) নিয়ে আলাদা বৈঠক ডেকেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে তৃণমূল সূত্রের খবর, শনিবারের বদলে ১৬ মার্চ অর্থাৎ রোববার জেলা আর চেয়ারম্যানদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক (Virtual Meeting) করবেন অভিষেক।
ভুয়ো ভোটার (Ghost Voter) ইস্যুতে গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সভা থেকে এ ব্যাপারে সুব্রত বক্সীকে কমিটির মাথায় রেখে ৩৬ জনের কমিটি গড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
'ভূত' ধরার কাজ কতদূর এগোল তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার তৃণমূল ভবনে কোর কমিটির বৈঠক হয় (TMC Core Committee Meeting)। তাৎপর্যপূর্ণভাবে, ওই বৈঠকে উপস্থিত ছিলেন না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে ঠিক হয় ১৫ মার্চ ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
ঘটনা হল, ভোটার তালিকা খতিয়ে দেখার জন্য জেলায় জেলায় তৈরি কোর কমিটি স্থগিত হয়ে যাওয়ার পর এবার অভিষেকের বৈঠকের দিনও পিছিয়ে গেল। এর নেপথ্যে ঠিক কী কারণ তা স্পষ্ট করে দলের তরফে জানানো হয়নি ঠিকই, কিন্তু দলের অন্দরের কেউ কেউ বলছেন, যেহেতু ১৫ তারিখ দোল রয়েছে, তাই ওই দিনের পরিবর্তে রোববার বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।