শেষ আপডেট: 5th October 2023 16:47
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় প্রশ্নের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির বিশ্বাসযোগ্যতা। বুধবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়েই অভিষেক অভিযোগ করেছিলেন, "ইডি আমাকে যে সমন পাঠাচ্ছে বা আমি ইডিকে যা লিখে পাঠাচ্ছি, সেই তথ্য শুভেন্দু অধিকারীর হাতে যাচ্ছে কীভাবে?" এবিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণেরও হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক।
বৃহস্পতি নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে ভরা এজলাসে ঠিক এই প্রশ্নটাই তুললেন অভিষেকের আইনজীবী বিষ্ণু সাহা। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে অভিষেকের আইনজীবী বলেন, " যে সমন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি পাঠাচ্ছে সেই সমন গোপন থাকছে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তা টুইট করে সর্বজনীন করে দিচ্ছেন। এটা কি ভাবে সম্ভব।"
এমন কথা শুনে দৃশ্যতই বিস্ময় প্রকাশ করতে দেখা যায় বিচারপতিকে। তিনি বলেন, "এরকম ঘটনা ঘটলে এটা দুর্ভাগ্যজনক। মানুষের আস্থা ভরসা থাকবে না সংস্থার ওপর।" এরপরই ইডির আইনজীবীর উদ্দেশে বিচারপতিকে বলতে শোনা যায়, "তদন্তের নামে হয়রানি করছেন না তো?"
ইডির তরফে পাল্টা দাবি করা হয়, বারংবার তলব করা সত্ত্বেও অভিষেক তদন্তে সহযোগিতা করছে না। প্রথম সমন ইস্যু করার ৯দিন বাদে দেখা করছে। বিচারপতি বলেন, "আপনারা বার বার অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের তদন্তে সহযোগিতা করছে না এবং প্রয়োজনীয় তথ্য দিচ্ছেন না। কিন্তু তিনি যদি সমস্ত তথ্য আগেই দিয়ে থাকেন তাহলে কেন তাকে যেতে হবে?"
এরপরই নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়. বিধায়ক মানিক ভট্টাচার্য সহ কুন্তল ঘোষ, অয়ন শীলদের প্রসঙ্গ টেনে কেন্দ্রীয তদন্তকারী সংস্থার দাবি, "এখানে প্রত্যেকেই প্রভাবশালী। একটু এদিক ওদিক হলেই তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ইডি তদন্তে এখন বহু প্রভাবশালী রয়েছেন যাদের নজর রেখেছে ইডি। তাই ৯ অক্টোবর অভিষেকের হাজিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
অভিষেকের আইনজীবী আদালতকে বলেন, অভিষেক ফের নথি জমা দিলেও ফের যে তাঁকে জিজ্ঞাসাবাদের নামে হয়রানি করা হবে না, তার নিশ্চয়তা কোথায়? ইডির আইনজীবী জানান, "আগামী ১০ অক্টোবরের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত নথিপত্র তুলে দিক। তার ৪৮ঘণ্টার মধ্যে আমরা জানিয়ে দেব তাকে হাজিরা দিতে হবে কিনা।"
এরপরই লিপস এন্ড বাউন্ডস কোম্পানিতে অভিষেক যেদিন থেকে যুক্ত হয়েছেন এবং বর্তমান যা যা লেনদেন হয়েছে কোম্পানির সঙ্গে তার সমস্ত নথি ১০ অক্টোবরের মধ্যে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠির সূত্র ধরে সামনে আসে অভিষেকের নাম। সেই সূত্রেই সামনে আসে লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির নাম। যে কোম্পানির অন্যতম সিইও অভিষেক।