শেষ আপডেট: 6th March 2025 17:33
দ্য ওয়াল ব্যুরো: ভূতুড়ে ভোটার কার্ড নিয়ে এবার আলাদা বৈঠক ডাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
সূত্রের খবর, আগামী ১৫ মার্চ ভোটার কার্ড ইস্যুতে ভার্চুয়াল বৈঠক ডেকেছেন অভিষেক। ওই বৈঠকে কোর কমিটির সদস্যদের পাশাপাশি দলের জেলা সভাপতি, বিধায়ক এবং নেতৃত্বকেও উপস্থিত থাকতে বলা হয়েছে।
বস্তুত, ভুয়ো ভোটার (Ghost Voter) ইস্যুতে গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সভা থেকে এ ব্যাপারে সুব্রত বক্সীকে কমিটির মাথায় রেখে ৩৬ জনের কমিটি গড়ে দিয়েছিলেন নেত্রী।
সেই কাজ কতদূর এগোল তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার বাইপাসের ধারে তৃণমূল ভবনে বসেছিল তৃণমূলের কোর কমিটির বৈঠক (TMC Core Committee Meeting)। তাৎপর্যপূর্ণভাবে, ওই বৈঠকে এদিন উপস্থিত নেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের পাশাপাশি বৈঠকে দেখা যায়নি দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েনকেও।
ঠিক কী কারণে অভিষেক, ডেরেকরা এদিনের কোর কমিটির বৈঠকে অনুপস্থিত রয়েছেন তা স্পষ্ট নয়। তারই মধ্যে ভূতুড়ে ভোটার কার্ড ইস্যুতে অভিষেক দলের জেলা ও রাজ্য নেতৃত্বকে নিয়ে পৃথক বৈঠক ডাকায় বিষয়টি নিয়ে দলের অন্দরেই কৌতূহল তৈরি হয়েছে।
অনেকের মতে, গত লোকসভা ভোটের পর থেকেই বিভিন্ন ইস্যুতে নেত্রী বনাম অভিষেকের সম্পর্কে একটা আড়ষ্টতা তৈরি হয়েছে।
বিপরীত মতও উঠে আসছে। সংশ্লিষ্ট মহলের মতে, তেমন কোনও জল্পনা যে নেই তা ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বক্তৃতা থেকে স্পষ্ট করে দিয়েছিলেন অভিষেক।
২৭ ফেব্রুয়ারির সভায় অভিষেককে বলতে শোনা গিয়েছিল, “বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে, অভিষেক বিজেপিতে যাচ্ছে, নতুন দল করছে। কিন্তু জেনে রাখুন, আমি বেইমান নয়। আমার গলা কেটে দিলেও আমি বিজেপিতে যাব না।” সেদিন অভিষেক এও বলেন, "আমি অন্য ধাতুতে তৈরি, মানুষের কাছে যাব, মাথানত করে কাজ করব, কিন্তু বিজেপির বশ্যতা স্বীকার করার লোক আমি নই।"
ওই মহলের মতে, যেহেতু এদিনের বৈঠকে অনুপস্থিত রয়েছেন তাই ১৫ মার্চ ভার্চুয়াল বৈঠক ডেকেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ওই অংশের মতে, বারে বারে জেলা নেতৃত্বকে কলকাতায় সশরীরে মিটিংয়ে আসতে হলে সময় যেমন নষ্ট হবে তেমনই মূল ভোটার কাজ খতিয়ে দেখার কাজ ব্যাহত হতে পারে। সেকারণেই ওই দিন ভার্চুয়াল বৈঠক ডেকেছেন অভিষেক।