শেষ আপডেট: 3rd October 2023 11:32
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার দিল্লিতে তৃণমূলের মেগা কর্মসূচির দিনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। দিল্লি যাওয়ার আগে গত শনিবারই কলকাতা থেকে অভিষেক স্পষ্ট ভাষায় বুঝিয়েছিলেন, বাংলার বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে তিনি যে আন্দোলনের ডাক দিয়েছেন তা থেকে পিছপা হওয়ার প্রশ্ন নেই।
৩ অক্টোবর বঞ্চিতদের নিয়ে তিনি থাকবেন যন্তর মন্তরের সমাবেশে। সন্ধেয় তৃণমূলের প্রতিনিধি দল দেখা করবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে। ফলে মঙ্গলবার অভিষেকের ইডি হাজিরার অবকাশ নেই বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এদিকে ৩ তারিখের তদন্ত প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, এবিষয়ে ইডিকে কড়া নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ফলে অভিষেক হাজিরা না দিলে ফের আদালতের প্রশ্নের মুখে পড়তে হতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এমন আবহে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কী পদক্ষেপ করে সেদিকে নজর রাখছে সব মহল।
ইডি সূত্রের খবর, মঙ্গলবারের হাজিরায় অনুপস্থিত থাকা নিয়ে এখনও অভিষেকের তরফে কোনও মেল আসেনি। ফলে রাত হলেও তিনি হাজিরায় উপস্থিত হবেন সেটা ধরে নিয়েই প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্যথায় ফের পাঠানো হবে নোটিস।
ইডির একটি সূত্রের দাবি, অভিষেকের ক্ষেত্রে হাজিরা এড়িয়ে যাওয়ার রেকর্ড প্রায় নেই বললেই চলে। সেক্ষেত্রে দিল্লির কর্মসূচি শেষে উনি কলকাতায় ফিরে রাতেই ইডি অফিসে হাজির হতে পারেন। কিংবা মঙ্গলবার সকালেই হয়তো ই-মেলে তিনি আসতে না পারার কথা জানাতে পারেন। সেক্ষেত্রে তাঁকে দিল্লির অফিসে হাজির হওয়ার কথা বলা হতে পারে। তাতে আদালতের নির্দেশও কার্যকরী করা হবে বলে মনে করছেন তদন্তকারীরা। তবে সবটাই সম্ভবনা। কী হবে তা পরিবর্তিত পরিস্থিতিতেই ঠিক করা হবে বলে জানাচ্ছে তদন্তকারী সংস্থা।