শেষ আপডেট: 7th December 2024 18:28
দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু কথা নিয়ে গত কয়েকদিন ধরে বেশ উজ্জীবিত ছিলেন তৃণমূলের প্রবীণ ব্রিগেডের একাংশ। তাঁরা মনে করছিলেন, এখন ক্ষমতায় একটাই কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়। দল পরিচালনার ক্ষেত্রে দিদি বোধহয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটু ব্যাক সিটে ঠেলে দিয়েছেন।
কিন্তু শনিবার দুপুরে রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হতেই তাঁরা যেন কিছুটা দমে গেলেন। কারণ, তৃণমূলের মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁকে তৃণমূলে আনার নেপথ্যেও ছিলেন অভিষেক। আরও তাৎপর্যপূর্ণ হল, ঋতব্রতর নাম তৃণমূল ঘোষণা করার পরই একটি ট্যুইট করেছেন অভিষেক। তাতে তিনি লিখেছেন, “এই স্বীকৃতি সত্যিই যথার্থ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিরলস পরিশ্রমেরই প্রতিফলন এতে দেখা যাচ্ছে। তিনি সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি পশ্চিমবঙ্গের ট্রেড ইউনিয়ন কর্মীদের অধিকারের পক্ষে অক্লান্তভাবে কাজ করে গেছেন। সময় লাগতে পারে, তবে প্রতিশ্রুতি, দক্ষতা ও কঠোর পরিশ্রমের ফলস্বরূপ শেষ পর্যন্ত পুরস্কার অবশ্যই পাওয়া যায়”।
This recognition is truly well-deserved, reflecting the tireless effort @RitabrataBanerj has invested in strengthening the organization and advocating for trade union workers across WB. While it may take time but commitment, performance and hard work are always rewarded in the… https://t.co/6DcM1D5LrZ
— Abhishek Banerjee (@abhishekaitc) December 7, 2024
অভিষেকের এই ট্যুইট কতটা অর্থবহ তা তৃণমূলের বহু প্রবীণ ও নবীন নেতা নিশ্চয়ই বুঝতে পারছেন। ক্যামাক স্ট্রিটের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যে রাজ্যসভার নির্বাচনে প্রার্থী করা হতে পারে সে ব্যাপারে শুক্রবারই তাঁকে ফোন করে ইঙ্গিত দিয়েছিলেন অভিষেক। রাজ্যসভার মনোনয়নের জন্য নথিপত্র প্রস্তুত করতে হয়। সে জন্য দল নাম ঘোষণার আগেই ভিতরে ভিতরে প্রার্থীদের আগাম জানিয়ে রাখে। শুক্রবার সেই ইঙ্গিত ঋতব্রতকে অভিষেকই দিয়েছিলেন বলে খবর।
শুধু অভিষেক নন, ঋতব্রতকে অভিনন্দন জানিয়ে ট্যুইট করেছেন আই প্যাক কর্তা প্রতীক জৈনও। প্রতীক তাঁর পোস্টে লিখেছেন, “ঋতব্রতদাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। কঠোর পরিশ্রম একদিন না একদিন যে ফল দেয় আপনি তার উদাহরণ। শুধু ধৈর্য ধরে সেই দিনের অপেক্ষা করতে হয়”।
Heartiest Congratulations to @RitabrataBanerj Da. You’re the classic example of how hard work eventually pays off one day. Only that one has to be patient enough to see it through. ???????? https://t.co/Y9N1TZRJY0
— Pratik Jain (@pratikjainipac) December 7, 2024
অভিষেকের টুইটে আরও একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তৃণমূলের সর্বভারতীয় এই সাধারণ সম্পাদক বার বার বলেন, যে নেতা ধরে টিকিট পাওয়া যাবে না। পারফরম্যান্সই শেষ কথা। অভিষেক এদিনও বোঝাতে চাইলেন, সেই অবস্থানে তিনি অনড়। কোনও পারফরমেন্স না থাকা সত্ত্বেও বা কোনও পরিশ্রম না করে স্রেফ আনুগত্য দেখিয়ে কেউ কেউ যে বছরের পর বছর আঁকড়ে রয়েছেন, তা তাঁর না পসন্দ। পরিশ্রম করলে তবেই পুরষ্কার পাওয়া যাবে। তাতে কিছুটা দেরি হতে পারে। কিন্তু ফল মিলবেই।
দলের এক রাজ্য নেতার কথায়, তৃণমূলের সাংগঠনিক পরিচালনা বা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অভিষেকের মতের যে গুরুত্ব রয়েছে তা এর থেকে প্রমাণিত। এ নিয়ে সন্দেহ নেই যে তাঁর প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ হয়েছে বলে তবেই ঋতব্রতকে প্রার্থী করা হয়েছে। অর্থাৎ অভিষেকের প্রস্তাবে সম্মত হয়েছেন অভিষেক। মানে একটা তালমিল দুজনের মধ্যে রয়েছে। তার ফলে যাঁরা মনে করছিলেন, অভিষেক এখন পুরোপুরি ব্যাক সিটে চলে গিয়েছেন, তাঁদের ধারণা এদিনের ঘোষণার পর অবধারিতভাবে ধাক্কা খেতে পারে।