শেষ আপডেট: 10th November 2024 00:15
দ্য ওয়াল ব্যুরো: চোখের অপারেশন করে দিনকয়েক আগেই আমেরিকা থেকে কলকাতায় ফিরেছেন। এখনও পুরোপুরি সুস্থ হননি। এবার নরওয়ে থেকে আমন্ত্রণ পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাস এবং রাষ্ট্রসংঘ (মহিলা)-এর তরফে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে তৃণমূল সাংসদকে।
চিঠিতে জানানো হয়েছে, নারীদের ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা নিয়ে নরওয়েতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চলতি মাসের ১৭ থেকে ২২ তারিখ অনুষ্ঠান হবে বলে খবর। সেই অনুষ্ঠানেই তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদককে ডাকা হয়েছে বলে খবর। তবে অনুষ্ঠানে অভিষেক যোগ দেবেন কি না সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের যাতায়াত, থাকা, খাওয়া সব দায়িত্ব নেবে নরওয়ে সরকার। পাশাপাশি সফরে নরওয়ে সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকে যোগদানের কথাও জানানো হয়েছে। অনেকের মতে, এই সফরের মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও নিবিড় হবে। নরওয়ের ওসলো শহরে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ভারতে থাকা নরওয়ের রাষ্ট্রদূত মে-এলিন স্টেনার এবং রাষ্ট্রসঙ্ঘের মহিলা শাখার নরওয়ের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুসান ফার্গুসন চিঠি পাঠিয়ে সম্মেলনে যোগ দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন।
শুধু চিঠি পাঠিয়েই সে দেশের সরকার ক্ষান্ত থাকেনি। দিল্লি ও কলকাতার দূতাবাসের তরফ থেকে যাবতীয় সফরসূচি তৈরির কথা জানানো হয়েছে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে এ ব্যাপারে সবুজ সংকেত মিললেই সেই সফরসূচি চড়ান্ত করা হবে বলে খবর।
গত মাসে আমেরিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের জটিল অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচার সফল হলেও পুরোপুরি সুস্থ হওয়ার জন্য তাঁকে আরও মাস দুয়েক কালো চশমা পরে থাকতে হবে। অপারেশনের পরে চিকিৎসকরা যে নিয়মাবলী মেনে চলতে বলেছেন, তা আট সপ্তাহ মেনে চলতে হবে বলে বৃহস্পতিবার নিজেই জানিয়েছেন অভিষেক। আগামী বছরের মে মাসে ফের তাঁকে চোখের চেকআপের জন্য যেতে হবে।