শেষ আপডেট: 23rd September 2024 15:26
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার আবহে উত্তাল কলকাতা। বাঙালি উৎসবে ফিরবে কিনা তা নিয়েও চর্চা চলছে। কিন্তু পুজো যে আসছে তার ইঙ্গিত দিচ্ছে চারপাশ।
এর মধ্যেই নিজের লোকসভা কেন্দ্রের মানুষকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা অভিষেক স্বয়ং উপস্থিত হয়ে উপহার দেবেন বলে খবর ছিল। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘অভিষেকের উপহার’।
শুধু তাই নয়, ইলিশ মাছ ধরতে গিয়ে রবিবার তলিয়ে যাওয়া মৎস্যজীবীদের পরিবারগুলির হাতে আর্থিক সাহায্য ঘোষণা করেন অভিষেক। বাড়ি বাড়ি গিয়ে সেই অর্থ পৌঁছে দেন মথুরাপুরের সংসদ বাপি হালদার।
যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, সাংসদ নিজে না গিয়ে দলের স্থানীয় নেতারা সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে উপহার পৌঁছে দেবেন। তৃণমূল কংগ্রেসের সূত্রে জানা যাচ্ছে, রবিবার থেকেই এই কাজের প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে।
ডেডলাইন ২ অক্টোবর। সেদিনই শুরু হচ্ছে দেবীপক্ষ। এর মধ্যেই যত তাড়াতাড়ি সম্ভব উপহার পৌঁছে দিতে চান আঞ্চলিক নেতারা।
যদিও দলের নেতারা মনে করছেন এহেন উদ্যোগ অভিষেকের প্রথম নয়। করোনা পরিস্থিতির সময়ও ডায়মন্ড হারবার এলাকার মানুষের জন্য বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছিল।
প্রসঙ্গত, ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে ৭ লক্ষ ১০ হাজারের কিছু বেশি ভোটে জয়ী হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখনই সাংসদ প্রশ্ন তুলে বলেছিলেন মঞ্চে উঠে মানুষকে উপহার দেওয়ার বিরোধী তিনি। এমনটা দৃষ্টিকটু। আর তাই এবার দুয়ারে দুয়ারে গিয়ে উপহার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিলেন অভিষেক।