শেষ আপডেট: 20th January 2025 18:01
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে খুন ও ধর্ষণের ঘটনায় একমাত্র অভিযুক্ত সঞ্জয় রাইয়ের ফাঁসির সাজা না হওয়ায় প্রতিবাদের আগুন জ্বালছে তৃণমূলও। এ ব্যাপারে তাঁর হতাশার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ফাঁসি হলে মন সান্ত্বনা পেত। আবার সূত্রের খবর, ঘরোয়া পরিসরে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও বক্তব্য তাই। তাঁর মতে, সঞ্জয়ের মতো ধর্ষকদের একমাত্র সাজা হওয়া উচিত ফাঁসি। জেলে খাইয়ে পরিয়ে তাদের মতো অপরাধীদের পিছনে বিপুল অর্থ খরচ করাটা মোটেও যুক্তিসঙ্গত নয়।
গত বছর ৯ অগস্ট ভোর রাতে আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। তার পরই আমতলায় দলের এক কর্মসূচিতে গিয়ে অভিষেক বলেছিলেন, “ধর্ষকদের সমাজে কোনো স্থান নেই। এ ধরনের অপরাধীদের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ডই একমাত্র সমাধান। পরিস্থিতিগত প্রমাণ তাদের বিরুদ্ধে থাকলে ফাঁসির শাস্তিই প্রাপ্য। এমন ঘৃণ্য অপরাধের পর সমাজে তাদের জন্য কোনও স্থান থাকতে পারে না”।
কদিন আগেই জয়নগরে এক নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। তা ছিল এক প্রকার রেকর্ড। জয়নগরের মহিষমারিতে নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনার ৬২ দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক আদালতে রায় ঘোষণা করা হয়। শুধু ওই মামলা নয়, এর পর এই রাজ্যেই আরও দুটি খুন ও ধর্ষণের ঘটনায় আদালত ফাঁসির সাজা শুনিয়েছে। সেই তুলনায় আরজি কর কাণ্ডের রায় বহু মানুষের কাছে হতাশাজনক তো বটেই।
সূত্রের খবর, দলের ঘরোয়া আলোচনায় সেই একই কথা বলেছেন অভিষেকও। তিনি বলেছেন, সম্প্রতি দেখেছি, কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের অফিসাররা অসাধারণ কাজ করেছেন। এক বা দু’মাসের মধ্যে অপরাধীদের বিরুদ্ধে আঁটোসাটো মামলা তৈরি করে তাদের মৃত্যুদণ্ডের শাস্তি নিশ্চিত করেছেন। আরজি কর ঘটনার ক্ষেত্রে সেরকমটা যে হল না সেটাই হতাশাজনক।
অনেকের মতে, কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশের প্রসঙ্গ টেনে অভিষেক আসলে সিবিআইয়ের প্রতি অনাস্থাকে উস্কে দিতে চেয়েছেন। আরজি করের ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত সঞ্জয় রাইকে গ্রেফতার করেছিল পুলিশ। তার পর মামলা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। সিবিআই দ্বিতীয় কোনও অভিযুক্তকে খুঁজে বের করতে পারেনি। বরং কলকাতা পুলিশ প্রথম ২৪ ঘণ্টায় যে তদন্ত করেছিল, প্রকারান্তরে সেই কথাই শেষমেশ বলেছে। তবে অভিষেক বোঝাতে চেয়েছেন, সিবিআই ঠিক মতো মামলা সাজাতে পারেনি। সেই কারণেই ফাঁসির সাজা এড়াতে পারল সঞ্জয়।