শেষ আপডেট: 14th June 2024 18:37
দ্য ওয়াল ব্যুরো: গত বুধবার টুইট করে সাংগঠনিক কাজ থেকে স্বল্প বিরতি নেওয়ার কথা জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে দলের অন্দরে শোরগোল তৈরি হয়েছিল। দলের অভ্যন্তরে জল্পনা চলছে এখনও।
ওই টুইটের ৪৮ ঘণ্টার মধ্যে শুক্রবার কর্মীদের সঙ্গে সৌজন্য বৈঠকে দেখা গেল অভিষেককে। এদিন ডায়মন্ড হারবারের আমতলায় নিজের লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা এলাকার নেতা, কর্মীদের সঙ্গে সৌজন্য বৈঠক করেন অভিষেক। যা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। কৌতূহল তৈরি হয়েছে দলের অভ্যন্তরেও।
তবে কি সাংগঠনিক কাজ থেকে সাময়িক বিরতি নিচ্ছেন না অভিষেক?
সূত্রের খবর, তাঁর টুইট ঘিরে কর্মীদের মধ্যে যাতে কোনও বিভ্রান্তি তৈরি না যায়, সেটা স্পষ্ট করার জন্যই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
অপর একটি অংশের মতে, উনিশের লোকসভা ভোটে ডায়মন্ড হারবার থেকে ৩ লাখ ২০ হাজার ভোটে জয়ী হয়েছিলেন অভিষেক। এবারে ব্যবধানের লক্ষ্য ছিল চার লাখ। যদিও ফল প্রকাশের পর দেখা যায়, অভিষেকের জয়ের ব্যবধান প্রায় সাত লাখ যা গতবারের ব্যবধানের চেয়ে দ্বিগুণেরও বেশি।
তাই নিজের লোকসভা এলাকার কর্মীদের অভিনন্দন জানাতেই বিরতির মধ্যে এই সৌজন্য বৈঠকের আয়োজন।
গত বুধবার টুইটে অভিষেক জানিয়েছিলেন, ‘জরুরি চিকিৎসার জন্য সাংগঠনিক কাজ থেকে স্বল্প সময়ের বিরাম নিচ্ছি।’
প্রসঙ্গত, চিকিৎসার কারণে এর আগেও কলকাতার বাইরে গিয়েছেন অভিষেক। তাঁর চোখের সমস্যার পুরোপুরি সমাধান হয়নি। কখনও হায়দরাবাদ, কখনও সিঙ্গাপুর কখনও বা আমেরিকায় গিয়েছেন অস্ত্রোপচার বা ফলো-আপ চিকিৎসার জন্য।