শেষ আপডেট: 3rd October 2023 13:32
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মামলা দায়ের করার সময় অভিষেকের আইনজীবী দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন। কিন্তু এদিন সঠিক সময়ে মামলার ফাইল এজলাসে এসে না পৌঁছনোয় শুনানি পিছিয়ে দিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।
গত ২৯ সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত থেকে ইডি আধিকারিক মিথিলেশ মিশ্রকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। সেইসঙ্গে বিচারপতি এও বলেন, ৩ অক্টোবরে তদন্ত প্রক্রিয়া যেন কোনওভাবে ব্যাহত না হয়।
দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।
উল্লেখ্য, ইডি অভিষেককে ৩ অক্টোবর অর্থাৎ আজই সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু দিল্লিতে তিনি তৃণমূলের ধর্না কর্মসূচিতে ব্যস্ত। তিনি যে আজ ইডি দফতরে হাজিরা দেবেন না তা আগেই ইঙ্গিত দিয়েছিলেন অভিষেক। তবে ইডিকে লিখিতভাবে জানাননি কিছুই। কেন ইডিকে না জানিয়ে হাইকোর্টে মামলা করলেন, কীসের এত তাড়াহুড়ো, প্রশ্ন তোলেন বিচারপতি।
এদিনের শুনানিতে অভিষেকের আইনজীবী বলেন, 'প্রতিবার রাজনৈতিক কর্মসূচির দিন তলব করা হয়। এর আগেও হাজিরা দেওয়া হয়েছে। এমনকী এই মামলায় ইডির তদন্তকারী অফিসারকে সরানো হয়েছে। ওই সমনের জবাব কীভাবে দেব?'
অভিষেকের আইনজীবীকে বিচারপতি প্রশ্ন করেন, 'আপনি ঠিক করে দেবেন কে তদন্ত করবে? সেটা পারেন না।' অভিষেকের আইনজীবী বলেন, 'আমি নিশ্চয় তা বলতে পারি না।'
বিচারপতি সৌমেন সেন অভিষেকের আইনজীবীকে প্রশ্ন করেন, 'আপনার মক্কেলের (অভিষেক বন্দ্যোপাধ্যায়) পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে সেটা তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন? কেন জানাননি? ইডিকে জানানো উচিত ছিল।' ইডির আইনজীবী বলেন, 'উনি (অভিষেক) যদি ব্যস্ত থাকেন আগামীকালও হাজিরা দিতে পারেন।'
শুনানি শেষে ডিভিশন বেঞ্চ বলে, এই মামলায় সব পক্ষকে প্রতিলিপি দিন। এখনও পর্যন্ত মামলার নম্বর এজলাসে আসেনি। আগামীকাল শুনানি দিন ধার্য করেন বিচারপতি সৌমেন সেন।
নিয়োগ দুর্নীতি কাণ্ডের সূত্রে ৩ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৮ সেপ্টেম্বর সমন পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। এদিকে ২ ও ৩ অক্টোবর তৃণমূলের দিল্লি চলো কর্মসূচি পূর্ব নির্ধারিত। পরের দিন অর্থাৎ ২৯ সেপ্টেম্বর টুইট করে অভিষেক সেকথা জানিয়েও দেয়। অভিষেক স্পষ্টভাবে জানান, ৩ তারিখ তিনি দিল্লিতে মানুষের জন্য আন্দোলনে উপস্থিত থাকবেন। ক্ষমতা থাকলে কেউ তাঁকে আটকে দেখাক।
অভিষেকের এই টুইট প্রসঙ্গ ওঠে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তা শুনে বিচারপতি অমৃতা সিনহা ইডিকে স্পষ্ঠভাবে জানিয়েছিলেন, ৩ তারিখের নির্ধারিত তদন্ত প্রক্রিয়া যেন কোনওভাবে ব্যাহত না হয়।