শেষ আপডেট: 31st October 2024 22:39
দ্য ওয়াল ব্যুরো: চোখের অপারেশনের জন্য দেশের বাইরে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ফিরেছেন।
বৃহস্পতিবার সন্ধেয় তাঁকে দেখা গেল কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয়। অভিষেকের সঙ্গে পুজোয় এসেছেন কন্যা আজানিয়া। বিগ্রহের উদ্দেশে প্রণাম করতে দেখা যায় অভিষেককে। প্রণাম করেন মুখ্যমন্ত্রীকেও। আলাদা করে বেশ কিছুক্ষণ মমতা-অভিষেককে কথাও বলতে দেখা যায়।
তবে চোখের অপারেশনের কারণে চিকিৎসকদের পরামর্শ মতো এদিন কালো চশমা পরেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোতে যোগ দিয়েছেন অভিষেক। মুখ্যমন্ত্রীর বাড়ির পুজো এবারে ৪৭ বছরে পা দিল।
প্রত্যেক বছরের মতো এবারও রাজ্যপাট সামলে নিজের বাড়ির পুজোর তদারকি করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ফি-বারই তিনি নিজে হাতে মা কালীর ভোগ রাঁধেন। সাজিয়ে তোলেন প্রতিমাকে। এবছরও তার ব্যাতিক্রম নয়। বাড়ির ছোট্ট মণ্ডপে এবছরও ব্যস্ত তিনি।
হলুদ-লাল শাড়ি, সোনার গয়নায় ‘দিগম্বরী’র ছবি পোস্ট করেছেন মমতা। সকালে বাংলার মানুষকে শুভেচ্ছাও জানিয়েছিলেন। এবার সন্ধেবেলা কালী আরাধনার ছবি দেখা গেল। বাড়ির সামনে লেখা রয়েছে 'শুভ দীপাবলি'। মুখ্যমন্ত্রীর নিজের হাতে আঁকা ছবিও দেখা গেল সেখানে।
কিছুক্ষণ পুজোর সাজসজ্জার কাজ তদারকি করেন। তারপর অতিথি আপ্যায়ন। কালীঘাটের বাড়িতে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক নেতা, নেত্রী। রাত ৯টা নাগাদ কালো চশমা চোখে মেয়েকে নিয়ে সেখানে পৌঁছন অভিষেক।