শেষ আপডেট: 2nd January 2025 16:39
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে 'সেবাশ্রয়' প্রকল্পের উদ্বোধন করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে শুধু প্রকল্প উদ্বোধন করা নয়, একাধিক অন্য ইস্যুতে সাংবাদিকের প্রশ্নের জবাবও দিয়েছেন তিনি। তার মধ্যেই উঠে এসেছে তৃণমূলের সাংগঠনিক রদবদলের বিষয়টি। অভিষেক এই বিষয়ে স্পষ্ট বলেছেন, সেই রদবদল হবেই।
গত বছরের শেষ কয়েক মাস ধরেই তৃণমূলের অন্দরের রদবদল নিয়ে আলোচনা চলছে। অনেকে অনেক অঙ্কও কষে ফেলেছেন। কিন্তু আদতে এই রদবদল কবে হবে, আদৌ হবে কিনা, তা নিয়ে জল্পনা বেড়েছে। এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানালেন, সঠিক সময়েই হবে রদবদল! তাঁর কথায়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এই বিষয়ে।
২০২৪ সালের ২১ জুলাইয়ের সমাবেশ থেকে অভিষেক জানিয়েছিলেন, তিন মাসের মধ্যে রদবদল হবে। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও সিদ্ধান্ত হয়নি। মনে করা হয়েছিল, রাজ্যের ৬টি উপনির্বাচনের ফলের পর এই বদল হবে, তাও হয়নি। সেই ইস্যুতে অভিষেকের বক্তব্য, পর পর ভোট এবং উৎসব ছিল। তাই সম্ভব হয়নি। তবে ঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর যাঁরা দলের জন্য কাজ করেছেন, তাঁদের চিন্তা করতে হবে না।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য ছিল, লোকসভায় যেখানে যেখানে দলের খারাপ ফল হয়েছে, সেই সমস্ত পুর এলাকায় প্রশাসনিক স্তরে ‘বদল’ করা হবে। ইতিমধ্যে সেই প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়কেও দিয়েছেন তিনি। কিন্তু এতদিনে তা নিয়ে সিদ্ধান্ত না হওয়ায় অনেক আলোচনা হয়েছে দলের শীর্ষ নেতৃত্বের সমীকরণ নিয়ে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৃহস্পতিবারের মন্তব্য সব জল্পনায় জল ঢেলেছে।
দলই রদবদলের প্রসঙ্গ ছাড়াও মণিপুর, বাংলাদেশ, আবাস যোজনা-সহ একাধিক বিষয় নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে এদিন আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় যে সমস্ত জঙ্গি ধরা পড়ছে সেই বিষয় নিয়ে তিনি প্রশ্ন তোলেন, অন্যান্য রাজ্য যেমন অসম, ত্রিপুরাতেও জঙ্গি বা অনুপ্রবেশকারী ধরা পড়েছে। তাহলে সেই রাজ্যে কি তৃণমূল সরকার চালায়, না মুখ্যমন্ত্রী তৃণমূলের? উত্তর-পূর্বের রাজ্য এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চুপ কেন, তাও জানতে চান তিনি।